News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩১, ২৯ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:১৮, ২ মে ২০২০

অসুস্থ হয়ে আইসিইউতে ইরফান খান

অসুস্থ হয়ে আইসিইউতে ইরফান খান

মায়ের মৃত্যুর পর হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি হওয়ায় বলিউড অভিনেতা ইরফান খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে তাকে। হাসপাতালে ইরফানের সঙ্গে স্ত্রী ছাড়াও রয়েছেন তার দুই পুত্র।

গত সপ্তাহেই ইন্তেকাল করেন ইরফানের মা সায়েদা বেগম। লকডাউনের কারণে জয়পুরে মায়ের শেষকৃত্যে যোগ দিতে পারেননি এই অভিনেতা।

ইফরান অবশ্য মুম্বাইতেই ছিলেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি। তাই ভিডিও কলেই পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছেন।

যদিও ভারতীয় কিছু সংবাদ মাধ্যমে বলা হয়, বিদেশে থাকার কারণে মায়ের মৃত্যুতে উপস্থিত থাকতে পারেননি ইরফান। কিন্তু সেই তথ্য ঠিক নয়। বেশ কিছুদিন ধরে মুম্বাইতে রয়েছেন তিনি।

প্রসঙ্গত ২০১৮ সালে নিউরোঅ্যান্ডোক্রাইন টিউমার ধরা পরে ইরফানের। এরপর এক বছর বিদেশে থেকে চিকিৎসা করিয়েছিলেন। মার্চ মাসে মুক্তি পায় ইরফানের ‘আংরেজি মিডিয়াম’ সিনেমা।

তখনও শরীর অসুস্থ ছিল বলে তাকে প্রচারে দেখা যায়নি। যদিও করোনার কবলে কয়েকদিন পরই বন্ধ হয়ে যায় এই ছবির প্রদর্শন।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়