News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৪, ২৫ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২৩, ৪ মে ২০২০

চলচ্চিত্রের অসচ্ছল শিল্পী-কলাকুশলীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চলচ্চিত্রের অসচ্ছল শিল্পী-কলাকুশলীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাকালে গত একমাসের মধ্যে কয়েক দফায় চলচ্চিত্র সংশ্লিষ্ট অসহায় শিল্পী ও কলাকুশলীদের পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছে শিল্পী সমিতি। এরই ধারাবাহিকতায় রমজান মাস উপলক্ষে চলচ্চিত্রের অসহায় মানুষদের পাশে দাঁড়ালো চলচ্চিত্রের এই সংগঠনটি।
রমজানের আগেই প্রায় সাড়ে তিনশো অসচ্ছল চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে শিল্পী সমিতি। এমনটাই জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান।
রমজানের এই উপহার প্যাকেটে ছোলা, মুড়ি, চাল, ডাল, চিনি, তেল, আলু, পেঁয়াজসহ মোট ১০ পদের খাদ্যসামগ্রী রয়েছে বলে জানান শিল্পী সমিতির এই নেতা।
জায়েদ বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার চলমান স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা মেনে বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এফডিসিতে ত্রাণ বিতরণ করা হয়েছে। যারা এফডিসিতে আসতে পারেননি তাদের ঘরে ঘরে রমজান উপলক্ষে এই উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি।”
তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আসন্ন রমজান মাস উপলক্ষে যে করেই হোক অসচ্ছল শিল্পীদের পরিবারগুলোর কাছে সহায়তা নিয়ে পাশে দাঁড়াবো। তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি। আর এর জন্য আমাদের শিল্পী সমিতির সহ-সভাপতি ডিপজল ভাইকে ধন্যবাদ। শিল্পী সমিতির আয়োজনে এ যাত্রায় তিনিই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।”
শুধু শিল্পী সমিতির সদস্য নন, চলচ্চিত্র প্রোডাকশনের সাথে জড়িত সহকারী পরিচালক (সিডাপ), ম্যানেজার, সহকারী ম্যানেজার, ড্রেসম্যান, মেকাপম্যান এবং প্রোডাকশনের অসচ্ছল কর্মীদেরকেও উপহার সামগ্রী দেয়া হয়েছে বলে জানান জায়েদ খান।
বরাবরের মতো ভবিষ্যতেও শিল্পীদের দুঃসময় ও সংকটে পাশে থাকার কথা জানিয়ে শিল্পী সমিতির এই নেতা বলেন, বর্তমানে সারা বাংলাদেশের মানুষই খুব খারাপ সময় পার করছেন। শুটিং নেই, হল বন্ধ-এসব মিলিয়ে চলচ্চিত্রের মানুষের জন্য এই সময়টা আরো বেশি দুঃসময়ের। তবু সবার সহায়তায় আমরা এই পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত আছি। আশা করছি, অতীতের মতো ভবিষ্যতেও সবাই মিলে অসচ্ছল শিল্পী ও কলাকুশীদের পাশে থাকবো।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়