News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৩, ১১ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৫০, ১৮ জানুয়ারি ২০২০

হলুদে ভরপুর জাতীয় চলচিত্র পুরস্কার: অপু

হলুদে ভরপুর জাতীয় চলচিত্র পুরস্কার: অপু

ঢাকা: জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে হতাশ সময়ের অন্যতম সেরা নায়িকা অপু বিশ্বাস। আর তার হতাশা আরো বাড়িয়ে তুলেছে ‘দেবদাস”!

হ্যাঁ, মঙ্গলবার ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মৌসুমি। অথচ এই চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আর প্রধান চরিত্রে অভিনয় করে কোনো পুরস্কার না পাওয়ায় খানিকটা ক্ষুব্ধও তিনি।

বুধবার তার নিজের ফেসবুক পেজে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে অপু বিশ্বাস লেখেন- “হলুদে ভরপুর এবারের জাতীয় চলচিত্র পুরস্কার। ২৫ টি ক্যাটাগরির মাঝে এক ছবিতেই ১৭ টি? বাকি ছবি গুলো কি এতই দুর্বল, যে এক ছবিতেই এত পুরস্কারের ছড়াছড়ি?”

দেবদাস ছবির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, “দেবদাস ছবির প্রধান নায়িকা কে থাকে? সারা বিশ্ব জানে পার্বতী। কিন্তু এখন জানলাম চন্দ্রমুখী। মৌসুমী আপু অনেক ভালো কাজ করেন এবং দেবদাস ছবিতেও অনেক ভালো কাজ করছেন। কিন্তু দেবদাস ছবিতে পার্শ্ব অভিনেত্রী ছিল মৌসুমী আপু। তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছে দেবদাস ছবিটির জন্য। দেবদাস ছবিটির প্রধান নায়িকা আমি। দেবদাস ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেলে সেটা আমার পাওয়ার কথা। কিন্তু পাচ্ছেন মৌসুমী আপু।”

জুরি বোর্ডকে একহাত নিয়ে অপু লেখেন, “এমন বিচারক কমিটির কার্যক্রমে আমি হতাশ। এভাবে আর কত দিন? আমরা শিল্পীরা কী কোনো দিন সঠিক মূল্যায়ন পাবো না?”

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়