শাহরুখের দুই লাখ টাকা জরিমানা
ঢাকা: বলিউড বাদশাহ শাহরুখ খানের দুই লাখ টাকা জরিমানা করেছে মুম্বাই মিউনিসিপাল করপোরেশন - বিএমসি। বাড়ির সামনে অবৈধ রাস্তা ভাঙার খরচ বাবদ এ জরিমানা করা হয়েছে।
জানা গেছে, বাড়ি তৈরির সময় যাতায়াতের সুবিধার জন্য মান্নাতের সামনে একটি রাস্তা নিজে থেকে তৈরি করেছিলেন শাহরুখ খান। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অসুবিধার কথা চিন্তা করে বেআইনি রাস্তাটি ভেঙে গুড়িয়ে দিয়েছে নমুম্বই মিউনিপ্যাল কর্পোরেশন। আর রাস্তা ভাঙার খরচ হিসেবে শাহরুখের কাছে ২ লক্ষ টাকা দাবি করেছে বিএমসি।
শাহরুখের বাংলোর কাছের ওই ঢালু রাস্তাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ অনেক দিনের। তাদের বক্তব্য, ওই রাস্তায় প্রায়ই শাহরুখের ভ্যানিটি ভ্যান দাঁড়িয়ে থাকে। ঢালু রাস্তাটির জন্য ব্যান্ডস্ট্যান্ড থেকে মাউন্ট মেরি গির্জা যাওয়ার পথও বন্ধ থাকে। তাই তারা অসুবিধার কথা জানান এলাকার বিজেপি সাংসদ পুনম মহাজনকে। তারপর বিএমসি থেকে একটি নোটিশ যায় শাহরুখের কাছে। নোটিশে এক সপ্তাহের মধ্যে রাস্তা ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়। কিন্তু সাতদিন কেটে গেলেও কোনো ব্যবস্থা নেননি শাহরুখ। তাই বিজেপি সাংসদ পুনম মহাজনের নির্দেশেই রাস্তা ভাঙা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম
নিউজবাংলাদেশ.কম