দুই বাংলার নাট্য উৎসব
জাতীয় নাট্যশালায় ‘তৃতীয় আরেকজন’
ঢাকা: মঙ্গলবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হলো নাটক ‘তৃতীয় আরেকজন’। ভারতীয় নাট্যদল কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র নাটকটি মঞ্চায়ন করে।
কিশোর সেনগুপ্তের সম্পদানা ও নির্দেশনায় এবং কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের প্রযোজনায় ‘তৃতীয় আরেকজন’ নাটকটি মঞ্চায়নের এটি ছিলো ১৩তম প্রযোজনা। বাংলাদেশে জাতীয় নাট্যশালায় নাটকটির ১৬তম প্রদর্শনী হলো।
উল্লেখ্য, সমীর দাশগুপ্তের লিখিত নাটক ‘তৃতীয় আরেকজন’ নামে অনন্ত হিরার নির্দেশনায় শব্দ নাট্যচর্চা কেন্দ্র মঞ্চায়ন করে থাকে।
গত ৬ মার্চ থেকে শুরু হয় দুই বাংলার নাটক নিয়ে নাট্য উৎসব। নাট্য অভিনেতা ও পরিচালক খালেদ খানকে নিবেদিত ‘দুই বাংলার নাট্যমেলা রবীন্দ্রনাথ ও অন্যান্য’ শিরোনামে নাট্য উৎসবটি চলবে ১২ মার্চ পর্যন্ত।
নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম