News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৮, ১০ মার্চ ২০১৫
আপডেট: ০৬:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

‘মৃত্তিকা মায়া’র জয় জয়কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ ঘোষণা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ ঘোষণা

ঢাকা: জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১৩ ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। এবছর ২৫টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়েছে। চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন চিত্রনায়িকা কবরী।

এছাড়া ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রটি সর্ব্বোচ্চ ১৭টি ক্যাটগিরিতে পুরস্কার জিতেছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র ক্যাটাগরিতে এখানে পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত ও ফরিদুর রেজা সাগর। একই ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে মনোনীত হয়েছেন গাজী রাকায়েত।

প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন তিতাস জিয়া (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কার পেয়েছেন- মৌসুমী (দেবদাস) ও শর্মিমালা (মৃত্তিকা মায়া), শ্রেষ্ঠ অভিনেতা (খলচরিত্র) মামুনুর রশীদ (মৃত্তিকা মায়া) ও পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন অপর্ণা (মৃত্তিকা মায়া)।

সেরা গায়ক হিসেবে পুরস্কার পেয়েছেন- চন্দন সিনহা (আমি নিঃস্ব হয়ে যাবো), সেরা গীতিকার কবির বকুল (আমি নিঃস্ব হয়ে যাবো), সুরকার কৌশিক হোসেন তাপস (আমি নিঃস্ব হয়ে যাবো) এবং সেরা সঙ্গীত পরিচালক এ কে আজাদ (মৃত্তিকা মায়া)।

এছাড়া শ্রেষ্ঠ গায়িকা হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন- শিল্প নির্দেশক উত্তম গুহ (মৃত্তিকা মায়া)। চিত্রগ্রাহক সাইফুল ইসলাম বাদল (মৃত্তিকা মায়া)। শব্দগ্রাহক কাজী সেলিম (মৃত্তিকা মায়া)।  পোষাক ও সাজ-সজ্জা ওয়াহিদা মল্লিক জলি (মৃত্তিকা মায়া) এবং শ্রেষ্ঠ মেকআপ ম্যান মো. আলী বাবুল (মৃত্তিকা মায়া)।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়