বিশ্বকাপ ব্যক্তিনির্ভর হয়ে পড়েছে : মৌসুমী
বিনোদন ডেস্ক : চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখতেন বাড়িতে বসেই। সঙ্গে থাকতেন সানি ও তাদের পুত্র ফারদিন। অবশ্য সেসময় মৌসুমী স্বামী-সন্তানের আগ্রহেই খেলা দেখতে টিভির সামনে বসতেন।
কিন্তু এবছর তার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা রকমের। তিনি খেলা দেখছেন আর রেডিও ভূমিতে খেলার বর্ণনা দিচ্ছেন। তার কথা শুনছে লাখ লাখ শ্রোতা। ব্যাপারটি বেশ উপভোগ করছেন মৌসুমী।
একদিকে খেলা দেখছেন, অন্যদিকে ধারাভাষ্য দিচ্ছেন। সব মিলিয়ে এ বারের খেলার সঙ্গে তিনি গভীরভাবে মিশে যাচ্ছেন। আর সানি তাকে বেশ সহযোগিতাও করছেন। ধারাভাষ্য করতে করতে বাংলাদেশের জয়লাভ নিয়ে মৌসুমের মধ্যে প্রত্যাশা বাড়ছে।
মৌসুমী গণমাধ্যমকে জানান, টাইগাররা স্নায়ুচাপ সামলে ঠিকমতো নিজেদের মেলে ধরতে পারলে দেশবাসী সামনে ভালো কিছু দেখতে পাবে। তার কাছে মনে হয়েছে, বিশ্বকাপ ব্যক্তিনির্ভর হয়ে পড়েছে। যে কোনো দেশের যে কোনো একজন খেলোয়াড়ই এনে দিচ্ছেন ফলাফল। দলের জন্য প্রথমদিকে ব্যাপারটা সুখকর মনে হলেও পরবর্তীতে এটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
মৌসুমী মনে করেন, টিমের পারফরমেন্স অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার মধ্য থেকে যে কোনো একটি দেশকে বিশ্বকাপ ট্রফিটা এনে দিতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসটি/এটিএস
নিউজবাংলাদেশ.কম