কমলের কাছে ক্ষমা চাইলেন আমির
কথায় বলে, ভুক্তভোগীমাত্রই সমব্যাথী। দুঃসময়ে তাদের সাড়া দিতে দেরি হয় না। অর্থাৎ একই ভোগান্তি বা অন্যায়ের শিকার হলেই কেবল সেই একই রকম ঘটনায় অপরের অধিকারের প্রতি সোচ্চার হয়ে ওঠা সম্ভব হয়। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান যেন সে কথারই প্রমাণ দিলেন।
‘বিশ্বরোপাম’ সিনেমা নিষিদ্ধ করা নিয়ে বিতর্কের সময় দক্ষিণী তারকা কমল হাসানের পাশে না থাকার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ‘পিকে’ সিনেমা নিয়ে সম্প্রতি ভোগান্তির শিকার আমির খান।
‘বিশ্বরোপাম’ সিনেমা নিয়ে ২০১৩ সালের বিতর্কের বিষয়ে আমির খান মুখ খুললেন দেড় বছর পর। সে সময় প্রবীণ অভিনেতা কমল হাসানের পাশে না থাকায় ক্ষমা চান তিনি।
মুম্বাইয়ে বৃহস্পতিবার ‘এফআইসিসিআই ফ্রেম ২০১৫’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ্যে আমিরের এই অনুতপ্ত হওয়াকে উদারতার নজির হিসেবেই দেখছেন সবাই।
কমল হাসানের কাছে ক্ষমা চেয়ে আমির বলেন, “একই শিল্পে কাজ করার কারণে আমার উচিত ছিল আপনার পাশে দাঁড়ানো। আমি অত্যন্ত দুঃখিত; আমি সেই সময় কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। সেজন্য আমি সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইছি। আমার অনেক খারাপ লাগছে যে আমরা সে সময় আপনার পাশে ছিলাম না।”
একটি সিনেমা নিষিদ্ধ করা কখনই ঠিক নয় বলেও মন্তব্য করেন এ বলিউড তারকা।
এ প্রসঙ্গে আমির খান আরও বলেন, “মানুষ এ সিনেমার বিষয়বস্তু পছন্দ করছে না, আর সিনেমা নিষিদ্ধ- এ দুই বিষয় নিয়ে বিচার করার কিছু নেই।”
প্রসঙ্গত, হালে আমির খানের ‘পিকে’ সিনেমা নিষিদ্ধ করার দাবিতে কয়েকটি সংগঠন আন্দোলনে নেমেছিল। সে সময় আমির বলেছিলেন, একটি সিনেমা যখন ছাড়পত্র পেয়ে যায়, এরপর সেটির সব দায় রাষ্ট্রের। জনগণ তখন সিনেমাটি নির্ভয়ে দেখতে পারেন।”
নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে
নিউজবাংলাদেশ.কম