টরেন্টো উৎসবে যাচ্ছে ‘বাপজানের বায়োস্কোপ’
ঢাকা: টরেন্টো চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়োস্কোপ’। মে মাসে উৎসবে যোগ দিবেন পরিচালক।
ছবিটির কাহিনি ও চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, মৌটুসী, মাসুদ মহিউদ্দিন প্রমুখ।
এ বিষয়ে পরিচালক জানান, দেশে মুক্তি দেওয়ার আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক উৎসবে ছবিটি নিয়ে যাব। তবে খুব শিগগিরই দেশীয় দর্শকদের জন্য ছবিটি প্রেক্ষাগৃহে নিয়ে আসব।
ছবিটির শুটিং হয়েছে দৌলতদিয়া পতিতাপল্লী, সিরাজগঞ্জের লাঙলঘেরা চর’সহ বেশ কিছু লোকেশনে। প্রযোজনা করেছে কারুকাজ ফিল্মস।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম