কোহলিকে উৎসাহ দিতে অস্ট্রেলিয়ায় আনুশকা
বিশ্বকাপ ক্রিকেটের সেমি ফাইনালে বিরাট কোহলিকে সমর্থন দিতে অস্ট্রেলিয়া পৌঁছে গেছেন আনুশকা শর্মা। দ্য টেলিগ্রাফ জানায়, এক ভারতীয় রেস্তোরাঁয় রাতের খাবার খেতে দেখা গেছে বিরাট-আনুশকাকে।
দেশের বাইরের ম্যাচে প্রেমিকাকে সঙ্গে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এবার শোনা যাচ্ছে, দল সেমি ফাইনালে ওঠার পর সেই নিয়ম শিথিল করেছে বিসিসিআই।
তবে, তিনি অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন কিনা, তা নিশ্চিত হওয়া যায় নি। কারণ, এর আগে মাঠে বিরাট নৈপুন্য দেখাতে না পারলে তার দায় তার ওপর বর্তাতে দেখা গেছে আনুশকার ওপর।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম