ক্যাটরিনা নিখোঁজ, বলিউডে তোলপাড়!
হঠাৎ উধাও হয়ে গেছেন বলিউডের নায়িকা ক্যাটরিনা কাইফ। সোমবার সকাল থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একইসঙ্গে খোঁজ পাওয়া যাচ্ছে না তার ম্যানেজারের। তাদের দুজনের মোবাইল বন্ধ।
ক্যাটরিনার এমন রহস্যজনক উধাও হয়ে যাওয়াও ঘটনায় বলিউডে তোলপাড় শুরু হয়েছে। তার নিখোঁজের খবর টুইটার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে বিদ্যুৎ গতিতে।
এ খবরে তার অনেক ভক্তই মন্দিরে গিয়ে পূজা শুরু করেছেন। তারা প্রার্থনা করছেন, যেখানেই থাকেন না কেন, ক্যাট যেন তাড়াতাড়ি ফিরে আসেন।
তবে ক্যাটরিনা কাইফের এক ঘনিষ্ঠ সহকর্মী জানিয়েছেন, গত কয়েকদিন ধরে গুগল ম্যাপে মহারাষ্ট্রের বিভিন্ন স্থানের খোঁজ খবর নিচ্ছিলেন ক্যাটরিনা।
অন্য একটি সূত্র জানিয়েছে, মহারাষ্ট্রের রত্নগিরিতে অবসর যাপনে গেছেন ক্যাটরিনা।
এদিকে ভারতের গোয়েন্দা সংস্থার লোকজনও ক্যাটের মোবাইল ট্র্যাক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
টুইটারে এরইমধ্যে #KatrinaMissing নামের হ্যাস ট্যাগ তৈরি হয়ে গেছে। তবে এই ট্যাগ ব্যবহার করে অনেকেই হাস্য কৌতুক করছেন।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম