মুক্তি পাচ্ছে আঁচলের ‘হৃদয় দোলানো প্রেম’
ঢাকা: আঁচল ও নবাগত আশিক এবং ফাহিম চৌধুরী অভিনীত ‘হৃদয় দোলানো প্রেম’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ মার্চ।
যদিও আবুল কালাম আজাদ পরিচালিত এ ছবিটি আগামী ৩ এপ্রিল মুক্তি পাবার কথা ছিলো। কিন্তু মুক্তির তারিখ ৭ দিন এগিয়ে এনে আগামী ২৭ মার্চ মুক্তি দেয়া হচ্ছে ছবিটি।
জানা গেছে, ২৭ মার্চ নতুন কোন চলচ্চিত্র মুক্তি না পাওয়ার কারণে পরিচালক ছবি মুক্তির জন্য এদিনটিই বেছে নিয়েছেন। যদিও এর আগে ২৭ মার্চ মুক্তি পাবার কথা ছিলো ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশন জেসমিন’ চলচ্চিত্রটি। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণ দেখিয়ে পেছানো হয়েছে তার মুক্তির তারিখ।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম