News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৩, ২০ মার্চ ২০১৫
আপডেট: ১৯:০০, ১৭ জানুয়ারি ২০২০

একই দিনে ৫০০ বার স্বামীসঙ্গ করলেন কিম!

একই দিনে ৫০০ বার স্বামীসঙ্গ করলেন কিম!

৩৪ বছর বয়সী মার্কিন টিভি তারকা কিম কার্দাশিয়ান। সম্প্রতি তিনি খায়েশ প্রকাশ করেছেন সন্তানের মা হবেন। আর এজন্য তিনি স্বামী র‌্যাপ গায়ক কেনি ওয়েস্টের সঙ্গে হরহামেশা মিলিত হচ্ছেন। কিমের দাবি, একদিনে তারা ৫০০ বার মিলিত হয়েছেন।

এ অবস্থায় কিমের চিকিৎসক তাকে জানিয়েছেন, সত্যিই তিনি যদি গর্ভবতী হতে চান তবে অতিরিক্ত মিলন তার জন্য ক্ষতির কারণ হতে পারে। আর তাই তাকে রাশ টানতে হবে।

কিম কার্দাশিয়ান চিকিৎসকের এ পরামর্শে মোটেও খুশি নন। তিনি আবার গর্ভবতী হতে স্বামীর সঙ্গে যথেচ্ছ মিলনের পক্ষপাতি। আর একথা তিনি ফলাও করে জানিয়ে দিয়েছেন ট্যুইটারে।

কিম বলেন, ৮-১০ মাস ধরে পুনরায় গর্ভবতী হতে জোর চেষ্টা চালাচ্ছেন তিনি। কিন্তু এরপরও সফল হতে পারেননি।

কিম কার্দাশিয়ান পোস্ট করেছেন, গর্ভবতী হওয়া জন্য যা যা করা দরকার তার সবই এবার করব। নিখুঁতভাবে নয়, উল্টাপাল্টা কাজ করে এ চেষ্টা আমি চালাব।

কিম আরো জানান, আমি আমার কৌশল পুরোপুরি বদলে ফেলেছি। আশা করছি, এবার সফল হবো।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়