দক্ষিণ এশীয় সঙ্গীত উৎসব শুরু শুক্রবার
ঢাকা: ‘দক্ষিণ এশীয় আধ্যাত্মিক সঙ্গীত’ এই প্রতিপাদ্য নিয়ে ঢাকায় শুরু হচ্ছে দ্বিতীয় দক্ষিণ এশীয় সঙ্গীত উৎসব।
বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ উৎসবে বাংলাদেশ, ভারত ও নেপালসহ দক্ষিণ এশীয় দেশসমূহের বিশিষ্ট শিল্পীরা যোগ দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুনেসা বাপ্পী।
উৎসবের সঙ্গীত পর্বে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী প্রধান অতিথি ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠ বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন।
উৎসবে নেপালের শিল্পী রামকৃষ্ণ দকলকে দক্ষিণ এশীয় মিউজিক অ্যাওয়ার্ড-২০১৫ দেয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম