News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৩, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ১৯:০০, ১৭ জানুয়ারি ২০২০

‘মুসাফির’ শুভর সঙ্গী মারজান

‘মুসাফির’ শুভর সঙ্গী মারজান

ঢাকা: আশিকুর রহমানের নতুন ছবি ‘মুসাফির’ এ আরেফিন শুভের সঙ্গী হয়েছেন মারজান জেনিফা।

শুক্রবার এফডিসিতে এর শুভ মহরত অনুষ্ঠিত হবে বলে। এরপর আগামী ২২ তারিখ থেকে ছবিটির শুটিং শুরু হবে এফডিসি এবং পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে।

জানা গেছে, প্রথম লটের কাজ শেষে শুটিংয়ের জন্য কিছুদিনের মধ্যেই সিলেট এবং চট্রগ্রামে যাবে ‘মুসাফির’ ইউনিট। গতকাল বুধবার ছবিটির ফেসটুন এবং ব্যানারের জন্য পান্থপথের একটি স্টুডিওতে শুভ ও মারজানের ফটোশুট অনুষ্ঠিত হয়।

নিউজবাংলাদেশ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়