রাবিতে ‘কান পেতে রই’র প্রদর্শনী
রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫ সালে মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে একুশে পদকে ভূষিত অধ্যাপক মজিবর রহমান দেবদাসের ওপর নির্মিত মফিদুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র ‘কান পেতে রই’র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ফলিত গণিত বিভাগের সভাপতি ড. মো. আব্দুল হকের সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা ক্যাটাগরিতে একুশে পদক প্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার সাহা।
তিনি বলেন, “অধ্যাপক মজিবর রহমান দেবদাস শুধু বাংলাদেশেই নন, গোটা পৃথিবীতে একটি উদাহরণ। তিনি সকল মানুষের কাছে আদর্শ। তার মতো একজন বড় মাপের মানুষকে অনেক আগেই একুশে পদক দেয়া উচিত ছিল। দেরিতে হলেও তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ পদকে ভূষিত হয়েছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।”
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নিশীথ কুমার পাল, মজিবর রহমান দেবদাসের ভাতিজি দিলরুবা খানম প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম