News Bangladesh

সংস্কৃতি-বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৭, ১৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১০:৩৫, ১৪ ডিসেম্বর ২০২৪

ভারতে বেশি সময় কাটানো নিয়ে যা বললেন জয়া আহসান

ভারতে বেশি সময় কাটানো নিয়ে যা বললেন জয়া আহসান

জয়া আহসান। ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত কয়েক বছর ধরে দেশের তুলনায় ভারতের সিনেমাতে বেশি দেখা গেছে তাকে। তাই জয়ার ভক্ত-অনুরাগীদের অনেকেই মনে করেন, নিজ দেশের চেয়ে পাশের দেশে বেশি সময় দেন জয়া আহসান। কিন্তু অভিনেত্রী জানালেন, শুধু প্রয়োজন ছাড়া ভারতে থাকেন না তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন জয়া আহসান। তিনি বলেন, 'শ্যুটিং থাকলে কলকাতা যাওয়া হয়। আউটডোর শ্যুটিংয়ে অন্যরা যেভাবে বাইরে যান, আমিও কলকাতায় কাজ থাকলে সেভাবে যাই। কাজ শেষে আবার ঢাকায় ফিরে আসি। কিন্তু অনেকে ভাবে, আমি বেশিরভাগ সময় সেখানে থাকি। সেদিন সীতাকুণ্ডে শ্যুটিংয়ে গিয়েছিলাম, তারা ভেবেছে আমি ভারতে।' 

নিজের কাজ প্রসঙ্গেও কথা বলেন। বলে রাখা ভালো, ভারতের পর এবার বাংলাদেশের ওটিটিতেও নাম লিখিয়েছেন এ অভিনেত্রী। গত মার্চেই ঘোষণা এসেছিল, আশফাক নিপুনের পরিচালনায় 'জিম্মি' ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। তারই শ্যুটিং শুরু হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে জয়া বলেন, 'চলতি সপ্তাহেই শুরু হবে শ্যুটিং।'

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত দুই দেশেই বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়া আহসানের। এছাড়াও পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তার 'ওসিডি' সিনেমাটি। এবং দেশে মুক্তির তালিকায় আছে 'নকশী কাঁথার জমিন', 'জয়া আর শারমিন', 'ফেরেশতে' সিনেমাগুলো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়