News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪১, ১১ ডিসেম্বর ২০২৪

ফারুকীর নতুন পলিটিক্যাল স্যাটায়ার ‘৮৪০’

ফারুকীর নতুন পলিটিক্যাল স্যাটায়ার ‘৮৪০’

ফারুকীর নতুন পলিটিক্যাল স্যাটায়ার ‘৮৪০’

নতুন পলিটিক্যাল স্যাটায়ার নিয়ে আসছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গত ৬ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তার নতুন সিনেমার ট্রেলার। এটি মূলত তার প্রায় ১৭ বছর আগের সিরিজ ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’; যার পুরো নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।

মুক্তির পর থেকেই ট্রেলার নিয়ে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে দর্শকের মাঝে। এবার জানা গেল সিনেমা মুক্তির তারিখ। ১৩ ডিসেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

বলা যায়, ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে। ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেন জনপ্রিয় টিভি সিরিজ ‘৪২০’। সিরিজটির মাধ্যমে ফারুকী ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের, দুর্নীতি মুখোশ উন্মোচনের চেষ্টা করেছেন টিভি পর্দায়। 

যেখানে দেখা গিয়েছিল দুই ভাইকে, যারা গ্রামে চুরি করত। বিভিন্ন সময় তারা সাজাও ভোগ করে। একসময় দুজন মসজিদের দানবাক্স চুরি করে ঢাকায় চলে আসে বেশি টাকা-পয়সা স্বর্ণালংকার অর্জনের আশায়। কিন্তু এখানে দেখে সব পাকা বাড়ি! সিঁদ কেটে এখানে চুরির পথ নেই। রাজধানীতে এসে নিরুপায় হয়ে ঘটনাক্রমে তারা জড়িয়ে যায় রাজনীতিতে। বদলে যায় তাদের ভাগ্য! 

সেই গল্পের রেশ ধরে প্রায় ১৩ বছর পর নির্মাণ করলেন ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’; যার পুরো নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। বলা যায়, ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে।

‘আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন...।’ ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার নতুন এই প্রকল্পের সংলাপ এটি। অভিনয়শিল্পী নাসির উদ্দিন খানের কণ্ঠে শোনা গেছে এই সংলাপ। ফারুকী আগেই জানিয়েছিলেন, এটি রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজ।

এ প্রসঙ্গে আগে দেওয়া ফেসবুক পোস্টে ফারুকী লিখেছিলেন, ‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ‘৪২০’। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে; যার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটি মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটি কোন সাহসে বানালাম?

ফারুকীর পোস্ট করা ভিডিও দেখে জানা গেছে, তার নতুন প্রকল্পটির নাম ‘৮৪০’। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, “পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বরভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’।”

৩ মিনিট ৬ সেকেন্ডের এই পলিটিক্যাল স্যাটায়ারের ট্রেলারটি প্রচারের পর প্রশংসা পাচ্ছে ভক্তদের। সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এই কনটেন্টের ট্রেলারে দেখা মিলেছে মারজুক রাসেল, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ বিভিন্ন পরিচিত মুখ।

এছাড়া আরও অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, শাহরিয়ার নাজিম জয়সহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী।

সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা ইন এসোসিয়েশন উইথ ইম্প্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজালয় চৌধুরী ও মেক-আপ এ ছিলেন খাইরুল ইসলাম।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়