News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২১, ১১ ডিসেম্বর ২০২৪

নতুন বছরে মিথিলার নতুন পরিকল্পনা

নতুন বছরে মিথিলার নতুন পরিকল্পনা

রাফিয়াত রশিদ মিথিলা। ফাইল ছবি

বাংলাদেশের এক সময়ের আলোচিত কণ্ঠশিল্পী ও সঞ্চালক রাফিয়াত রশিদ মিথিলা এখন পুরোদস্তুর সিনেমার অভিনেত্রী। ঢাকা ও কলকাতা-দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কাজ করেন তিনি। সিনেমা, নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা যায় তাকে। 

বিশেষ করে টালিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই সেখানকার ওয়েব সিরিজ এবং সিনেমায় অভিনয় করে সুনাম অর্জন করেন। তার সেই সুনাম ছড়িয়ে পড়েছে ঢাকাই সিনেমায়ও। 

বলা চলে, বর্তমানে দুই ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন তিনি। তবে ওয়েব দুনিয়া ও সিনেমায় কাজ করলেও নাটক থেকে পুরোপুরি দূরে সরে রয়েছেন মিথিলা। কয়েক বছর আগেও টিভি খুললেই দেখা মিলত তার।

সম্প্রতি জানা গেছে তার অভিনীত একটি সিনেমা উৎসবে অংশ নিচ্ছে। বর্তমান ব্যস্ততা, ক্যারিয়ার ও নতুন বছরে নিজের পরিকল্পনা-প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলেছেন অভিনেত্রী। 

জানালেন, কেন দীর্ঘদিন ধরেই পর্দায় অনুপস্থিত তিনি। 

মিথিলা বলেন, এটা সত্যি অনেকদিন ধরেই কাজ করা হচ্ছে না। এর বিশেষ কোনো কারণ নেই। মাত্র কয়েক মাস হলো আমাদের দেশ একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেল। এসব কারণে সব সেক্টরেই কাজের গতি কমেছে। এখন সব কিছুই স্বাভাবিক হচ্ছে। হাতে অনেক কাজের প্রস্তাব আছে। এদিকে গত বছরে আমার একটি ওয়েব সিরিজ মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ নামে। এটির দ্বিতীয় কিস্তিও নির্মিত হবে। কিন্তু চলতি বছরে কোনো কাজেই আর যুক্ত হব না। চাকরি সূত্রে আমাকে ডিসেম্বরের পুরোটা সময় দেশের বাইরে থাকতে হচ্ছে।

অন্যদিকে কলকাতায় দুটি সিনেমায় অভিনয় করেছেন মিথিলা। সে দুটি ছবি ও কলকাতায় নতুন কাজ সম্পর্কে অভিনেত্রী বলেন, কলকাতায় আমার অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া বেশ লম্বা সময় কলকাতা যাওয়া হয় না। সর্বশেষ ঈদে গিয়েছিলাম। সরাসরি উপস্থিত না থেকে কোনো কাজ ফাইনাল করা ঠিক নয়। তাই সেখানের নতুন কোনো কাজেও যুক্ত হচ্ছি না।

সম্প্রতি বেশ ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী। 

চ্যালেঞ্জিং এসব চরিত্রে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, এটা সত্যি আমার শেষ কিছু কাজের প্রত্যেকটি চরিত্রে মনস্তাত্তিক দ্বন্দ্ব ফুটে ওঠে পর্দায়। অন্য শিল্পীদের মতো আমিও চাই নানামাত্রিক চরিত্রে নিজেকে উপস্থাপন করতে। তাই চ্যালেঞ্জিং চরিত্রগুলো বেছে নেওয়া। এমন চরিত্র এখন করতে চাই, যেগুলো আমাকে নতুন কিছু করার চ্যালেঞ্জ ছুড়ে দেবে।

চার বছর আগে টিভিনাটকে শেষবার দেখা গেছে মিথিলাকে। নাটকে ফেরার বিষয়ে অভিনেত্রী বলেন, নাটকের প্রস্তাব অনেক আসে, কিন্তু যে চরিত্র বা গল্পের প্রস্তাব পাই তা আমি আগেই করে ফেলেছি। তাই আর আগ্রহ পাই না কাজ করতে। এসব কাজ যদি এখন আবার করি দর্শক কতটা পছন্দ করবে তা নিয়ে সন্দেহ থেকে যায়। তবে টিভিনাটককে বিদায় জানিয়েছি, বিষয়টি এমন নয়। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই আবার করব।

নতুন বছরে নিজের পরিকল্পনা প্রসঙ্গে মিথিলা বলেন, নতুন বছরে বেশকিছু কাজ হবে। নতুন পরিকল্পনা যোগ হবে। তাই প্রত্যাশা অনেক। এ ছাড়া আমি একজন পেশাদার উন্নয়নকর্মী। দীর্ঘদিন ধরেই বাচ্চাদের উন্নয়ন নিয়ে ব্র্যাকের সঙ্গে কাজ করছি। সেই কাজটি বরাবরই নিষ্ঠার সঙ্গে করছি, ভবিষ্যতেও সেটাই করতে চাই। এদিকে অভিনয়ের ক্ষেত্রেও নতুন কিছু করার চেষ্টা থাকবে।

২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত অভিনেতা ও গায়ক তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন মিথিলা। ২০১৩ সালে জন্ম হয় তাদের একটি কন্যাসন্তান আইরা তাহরিম খানের। তবে ২০১৭ সালে ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাহসান-মিথিলা। ২০১৯ সালে ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ঘর বাঁধেন এ অভিনেত্রী। বাংলাদেশের পাশাপাশি কলকাতার বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়