News Bangladesh

সংস্কৃতি-বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪১, ১০ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৩:৪৫, ১০ ডিসেম্বর ২০২৪

অনেক কিছু করতে চান শ্রদ্ধা

অনেক কিছু করতে চান শ্রদ্ধা

শ্রদ্ধা কাপুর। ছবি: ইন্টারনেট

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বর্তমানে সৌদি আরবের জেদ্দায় চলমান রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে রয়েছেন তিনি। সেখানে এক খোলামেলা আলোচনায় ক্যারিয়ার নিয়ে নিজের ভাবনার কথা বলেন এ অভিনেত্রী।

শ্রদ্ধা বলেন, 'আমি চাই অনেক কিছু করতে। বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করতে। বৈচিত্রময় চরিত্রে কাজ করতে। ‘স্ত্রী ২’ সিনেমাটি আমাকে অনেক সাহস যুগিয়েছে। ভবিষ্যতে তাই যেসব চরিত্রে কাজ করব, সেগুলো নিয়ে আমি অনেক বেশি সচেতন থাকব। কারণ আমার কাজগুলো নিয়ে দর্শকের প্রত্যাশা ক্রমেই বাড়ছে। আমার উচিত তার প্রতি সম্মান দেখানো।'

তিনি আরও বলেন, 'আমি মনে করি সেরা কাজটা এখনো বাকি আছে আমার। আমি এমন কিছু করতে রাজি নই বা একটার পর একটা কাজ করতে চাই না যা আমার অন্তরকে প্রশান্তি দেবে না। শুধু বিনোদনই শিল্পের অংশ নয়। অনেককিছু নিয়েই আসলে শিল্পের বিনোদনকে ছড়াতে হয়। তাই আমি এমন চলচ্চিত্রের অংশ হতে চাই যা আমার জন্য বিশেষ। অভিনেত্রী হিসেবে এখন আমার লক্ষ্য এটাই।'

জেদ্দায় কথা বলতে গিয়ে শ্রদ্ধা তরুণ অভিনেতা ও নির্মাতাদের উদ্দেশ্যে বলেন, 'কেবল গ্ল্যামারের জন্য কাজ করবেন না। যদি অভিনেতা হতে চান কিংবা নির্মাতা- তবে মনে রাখুন কোনো কাজে গ্ল্যামারের শক্তি মাত্র ১০ শতাংশ। বাকি ৯০ শতাংশই হলো কঠোর পরিশ্রম।'

প্রসঙ্গত, সম্প্রতি অমর কৌশিকের পরিচালনায় নির্মিত হরর-কমেডি ‌‘স্ত্রী ২’ সিনেমা দিয়ে ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছেন শ্রদ্ধা কাপুর। এতে রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করেছেন শ্রদ্ধা। এটি শাহরুখ খান অভিনীত জওয়ানকে পেছনে ফেলে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা হিন্দি চলচ্চিত্রে পরিণত হয়েছে। অনেক রেকর্ড ভেঙে নতুন করে তৈরি করেছেন এ ইতিহাস।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়