পাইরেসির কবলে ‘পুষ্পা ২’
আল্লু অর্জুন। ছবি: ইন্টারনেট
আল্লু অর্জুন অভিনীত বহুল আলোচিত সিনেমা 'পুষ্পা '। সিনেমাটির দ্বিতীয় কিস্তি 'পুষ্পা ২' মুক্তি পেয়েছে গতকাল বৃহস্পতিবার। কিন্তু দুঃসংবাদ হলো মুক্তির এক ঘণ্টা পরই পাইরেসির শিকার হয়েছে সিনেমাটি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, বহুল প্রতীক্ষিত 'পুষ্পা ২' সিনেমা টরেন্ট প্ল্যাটফর্ম ও পাইরেসি ওয়েবসাইটে ফাঁস হয়েছে। এসব মাধ্যমে এইচডি কোয়ালিটির প্রিন্ট বিনা মূল্যে ডাউনলোড করা যাচ্ছে।
মুভিরুলস, তামিলব্লাস্টার, তামিলরকার্স, ফিল্মিজিলা, তামিলযোগী, বলিউডসহ বেশ কিছু সাইটে 'পুষ্পা ২' সিনেমা পাওয়া যাচ্ছে।
এদিকে, বুধবার (৫ ডিসেম্বর) রাতে হায়দরাবাদে এই ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ।
থিয়েটারের সামনে আল্লু অর্জুন আসা মাত্রই ভিড় আরও বেড়ে যায়। তাকে দেখতে গিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্য়ে উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় এক নারী ও শিশুর।
নিউজবাংলাদেশ.কম/এসবি