সাদা অস্কারে সেরা ছবি ইনারিতু গনজালেসের বার্ডম্যান
সাদা-কালো, সংখ্যালঘু ও নারী ইস্যু নিয়ে বিতর্কের মধ্যেই অনুষ্ঠিত হয়ে গেল ২০১৫ সালের অস্কারের আসর। ৮৭তম অস্কারের এই জাঁকজমকপূর্ণ আসরে ‘বার্ডম্যান’ পরিচালনার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আলেজান্দ্রো গনজালেস ইনারিতু। ‘দ্য থিওরি অব এভরিথিং’ চলচ্চিত্রে বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার শিরোপা জিতেছেন এডি রেডমেইন এবং ‘স্টিল অ্যালিস’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জুলিয়ান মুর।
‘বার্ডম্যান’ ছবিটি সেরা ছবি ও সেরা পরিচালকের দুটো পুরস্কারসহ জিতেছে অরিজিনাল স্ক্রিনপ্লে এবং সিনেমাটোগ্রাফি পুরস্কারও। অপরদিকে, ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ চলচ্চিত্রটিও প্রোডাকশন ডিজাইন, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, কস্টিউম ডিজাইন ও বেস্ট অরিজিনাল স্কোর চারটি পুরস্কার জিতেছে।
‘হুইপল্যাশ’ ছবিতে অভিনয়ের জন্য অস্কার আসরে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন জেকে সিমন্স। অন্যদিকে, ‘বয়হুড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন প্যাট্রিসিয়া আরকুয়েটে।
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পাওয়েল পাউলিকোউস্কি পরিচালিত ‘ইদা’। এ ছাড়া অন্যান্য সেরা পুরস্কার হলো—
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: ফিস্ট (প্যাট্রিক অসবোর্ন, ক্রিস্টিনা রিড)
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: বিগ হিরো-৬
সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: ইনটারস্টেলার
অ্যাচিভমেন্ট ইন সাউন্ড এডিটিং: আমেরিকান স্নাইপার
অ্যাচিভমেন্ট ইন সাউন্ড মিক্সিং: হুইপল্যাশ
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য ফোন কল
অ্যাচিভমেন্ট ইন ফিল্ম এডিটিং: হুইপল্যাশ (টমক্রস)
সেরা মৌলিক গান: গ্লোরি ফ্রম সেলমা-লনি লিন (কমন), জন স্টেফান (জন লিজেন্ড)
বেস্ট অরিজিনাল স্কোর: আলেজান্দ্রো ডেসপ্লাট-গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে: গ্রাহাম মুর-দ্য ইমিটেশন গেম।
শুরু থেকেই ৮৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসকে বলা হচ্ছিল শ্বেতাঙ্গদের অস্কার। মাস খানেক আগে অস্কার মনোনয়নের তালিকা প্রকাশের পর থেকেই সাদা-কালো নিয়ে বিতর্ক দানা বাঁধতে থাকে। সেরা অভিনেতার চারটি ক্যাটাগরিতে একজনও কৃষ্ণাঙ্গ অভিনেতা/অভিনেত্রী মনোনয়ন না পাওয়ায় এবং একজনও নারী সেরা পরিচালক কিংবা সেরা চিত্রনাট্যকারের মনোনয়ন না পাওয়ায় এবারের অস্কারকে স্মরণকালের ‘সবচেয়ে সাদা’ অস্কার হিসেবে সমালোচনা করা হচ্ছে।
সবচেয়ে বড় বিতর্কটি ছিল মনোনয়ন তালিকার সবার শ্বেতাঙ্গ হওয়া এবং কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের পুরোধা ব্যাক্তিত্ব মার্টিন লুথার কিং-এর জীবনীভিত্তিক সিনেমা ‘সেলমা’ ঘিরে। এছাড়া, নৃতাত্ত্বিক, ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের পাশাপাশি নারীর প্রতি হলিউডের মনোভাব নিয়েও তুমুল বিতর্ক চলছে সাম্প্রতিক সময়ে।
পুরস্কার ঘোষণার আগে রয়টার্স/ ইপসস অস্কার জরিপে দেখা গেছে, এক-তৃতীয়াংশ মার্কিনিই হলিউডে সংখ্যালঘু ও নারীরা যথাযথ মনোযোগ পাচ্ছেন না বলে মনে করেন।
নিউজবাংলাদেশ.কম