News Bangladesh

সংস্কৃতি-বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৮, ২৯ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:০৯, ২৯ অক্টোবর ২০২৪

৪০ পার হলেন বাঁধন

৪০ পার হলেন বাঁধন

আজমেরী হক বাঁধন


কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বলিউড প্রাঙ্গনেও তার ওঠাবসা নজর কেড়েছে সবার। এরপর নানা সংগ্রাম পার করে নতুন করে আবারো জ্বলে উঠেছেন এই অভিনেত্রী। 

আজমেরী হক বাঁধন লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ দুনিয়ায় পা রাখেন। তিনি বেশ কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের "আন সার্টেন রিগার্ড" বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর-এ তার প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তার সাফল্য অর্জন করেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন তিনি। তাছাড়া নারীর অধিকার নিয়েও বেশ এগিয়ে রয়েছেন। তবে সবশেষ তিনি আলোচনায় এসেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়। রাজপথে স্লোগানে স্লোগানে ছাত্রদের পাশে ছিলেন প্রতিবাদী অভিনেত্রী  বাঁধন।

বন্যা পরিস্থিতিতেও সক্রিয় অবস্থানে থেকেছেন তিনি। যুক্ত রয়েছেন দেশের সেবামূলক, নারী ও শিশুদের জন্য কল্যাণমুখী নানান কর্মকাণ্ডেও। 

সংগ্রাম করতে করতেই বাঁধনের পথ চলা শিক্ষনীয় হয়ে উঠেছে। সোমবার (২৮ অক্টোবর) তার জন্মদিন। ৪১টি বসন্ত পার করলেন বাঁধন। জীবনের এই বিশেষ দিনে নিজের অতীত ও পরিশ্রমের কথা অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন তিনি।

জন্মদিন উপলক্ষে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
 
বাঁধন লিখেছেন, ‘প্রিয় পৃথিবী, আজ আমার ৪১তম জন্মদিন। কতটা চমৎকার আমার এই পথচলা! যদিও এটি যে খুব মসৃণ ও শান্তির ছিল, এমন না। বেশির ভাগ ক্ষেত্রে এটি ছিল অনেক চড়াই-উতরাইয়ের ওপর। এমনও সময় এসেছে আমি জিতেছি, হেরেছি, কেঁদেছি; আবার হেসেছি, যুদ্ধ করেছি, প্রতিদান পেয়েছি। আর এ করতে করতে ৪০ বছর পার করে দিয়েছি; আমিই সেই বাঁধন।’

‘জীবনের শুরু থেকেই আমি বিশ্বাস করি যে, নিজেকে নিয়ে গর্বিত। এবং আমি আমার জন্য সর্বদা নিবেদিত। যখন আমি চুপ থাকি, এর মানে নিশ্চয়ই নতুন কিছু আসছে। শুধু অপেক্ষা করুন।’

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়