News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৭, ২৩ অক্টোবর ২০২৪
আপডেট: ১৭:৫৫, ২৩ অক্টোবর ২০২৪

শ্রেয়া-সুনিধি ঝড় ইউটিউবে

শ্রেয়া-সুনিধি ঝড় ইউটিউবে


একেই বলে গান গেয়ে মন জয়। প্রকাশের ৯ দিনের ব্যবধানে ইউটিউবে গানটির ভিডিও ৩৭ লাখের বেশিবার দেখা হয়েছে। সাড়ে সাত হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে।

গীতিকবি শ্রদ্ধা পণ্ডিতের লেখা গানটির সুর বেঁধেছেন সংগীত পরিচালক জুটি সেলিম-সুলেমান। ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও গানটি সাড়া ফেলেছে। বাংলাদেশ থেকে ইউটিউবে মিউজিক বিভাগে ট্রেন্ডিংয়ের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ‘ছ্যায়লা’।

গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহান। মাঝে কয়েক বছর বিরতির পর আবারও কোনো গানে এক হলেন তারা।

এর আগে ২০০৬ সালে ‘ডর’ ও ২০০৭ সালে ‘লাগা চুনরি মে দাগ’ সিনেমায় একসঙ্গে গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহান।

‘ছ্যায়লা’ শিরোনামের গানটির গায়কিও পরিবেশনা দিয়ে ইউটিউবে রীতিমতো ঝড় তুলেছেন শ্রেয়া ঘোষাল ও সুনিধি চৌহান। প্রশংসা কুড়িয়েছে গায়কির পাশাপাশি গানের ভিডিও চিত্রে দুজনের পরিবেশনাও। 

শ্রেয়া ঘোষাল এফসি নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘এটি শুধু একটি কোলাবোরেশনের চেয়েও বেশি কিছু, স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। আমরা বহুদিন ধরে এমন একটি মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম।’

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়