News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৭, ১৯ মে ২০২১
আপডেট: ০৯:২৬, ১৯ মে ২০২১

গুলশানের সেই সিসা বারের মালিক ওমর সানি-মৌসুমীর ছেলে

গুলশানের সেই সিসা বারের মালিক ওমর সানি-মৌসুমীর ছেলে

রাজধানীর গুলশানে মন্টানা লাউঞ্জ নামে সিসা বারের মালিক তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন।

মঙ্গলবার রাতে একটি অনলাইন গণমাধ্যমের কাছে এ তথ্য স্বীকার করেন ওমর সানি।

তিনি বলেন, “মন্টানা লাউঞ্জ আসলে একটি খাবারের রেস্তোরাঁ। এর মালিক আমার ছেলে এবং তার দুই বন্ধু। খাবারের পাশাপাশি এখানে সিসা সেবনের ব্যবস্থা ছিল। এখানে কোনো বেআইনি বা অবৈধ কিছু ঘটছিল না। আমরা দেশের আইন অনুযায়ী চলেছি।” 

মঙ্গলবার সন্ধ্যায় গুলশান-২ এলাকার মন্টানা সিসা লাউঞ্জে অভিযান চালায় পুলিশ। 

ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। 

এছাড়া অভিযানে সিসা ও সিসা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানা ওসি আবুল হাসান।

এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিসা সেবন নিষিদ্ধ থাকলেও রেস্তোরাঁয় এর ব্যবস্থা রাখা হয়েছিল কেন- এ প্রশ্নে অভিনেতা ওমর সানি পাল্টা প্রশ্ন ছুড়েন, “সিগারেট অবৈধ না হলে সিসা কেন অবৈধ?” 

বলেন, “গুলশান বনানীতে প্রায় ৪০টির মতো সিসা লাউঞ্জ আছে। সরকার যদি সব সিসা লাউঞ্জ বন্ধ করে দেয় তাহলে আমাদের আপত্তি নেই। আমাদের রেস্তোরাঁয় শুধু খাবারের ব্যবস্থাই থাকবে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়