News Bangladesh

বিনোদন রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০১, ১৬ মে ২০২১

আবার টিভি পর্দায় আসছে ‘হাসিনা: এ ডটারস টেল’

আবার টিভি পর্দায় আসছে ‘হাসিনা: এ ডটারস টেল’

১৭ মে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ দিবসে আরো একবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে ডকুড্রামা ‘হাসিনা: এ ডটারস টেল’।

সোমবার বেলা ৩টা ৩০ মিনিটে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও একাত্তর টেলিভিশনে দেখা যাবে ডকুড্রামাটি। সময় টেলিভিশনে দেখা যাবে বিকাল ৪টা ৪০ মিনিটে।

২০১৮ সালের ১৫ নভেম্বর স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শো’র মাধ্যমে যাত্রা শুরু করে ‘হাসিনা: এ ডটারস টেল’। প্রথম পর্যায়ে প্রদর্শিত হয় স্টার সিনেপ্লেক্স, মধুমিতা ও সিলভার স্ক্রিনে। এরপর জেলা ও বিভাগীয় পর্যায়ের আরো ৩৫টি সিনেমা হলে প্রদর্শন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের মুখ থেকে তার বিদেশ জীবন, দেশে ফিরে আসার কথা শোনা যায় এই চলচ্চিত্রে। স্বদেশ প্রত্যাবর্তনের কথাও এখানে বর্ণনা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়, বরং এই ডকুড্রামার মূল উপজীব্য বিষয় ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

‘হাসিনা: এ ডটারস টেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। প্রযোজক হচ্ছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়