News Bangladesh

বিনোদন রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৪, ৮ মে ২০২১

মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাড়ি’

মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাড়ি’

চার ভাইবোন। এক ভাই এক বোন থাকেন বিদেশে। একটি পুরাতন বাড়ি তাদের। কিছুদিন হলো তাদের মা মারা গেছে। এর পর শুরু ভাগাভাগি। পুরনো সেই বাড়ি ভেঙে চারটা ফ্ল্যাট করা হয়। তিনটা সামনের দিকে, একটা পেছনে। আর সেটা নিয়েই শুরু হয় টানাপড়েন। 

তিন ভাইবোন এক হয়ে ‍শলাপরামর্শ করতে থাকে, কীভাবে আরেক বোন রুবিকে পেছনের ফ্ল্যাট নিতে আগ্রহী করা যায়। কিন্তু রুবি কেন কষ্ট করে অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছে সেটাই জানে না কেউ।

এই পারিবারিক টানাপোড়েনের গল্পে নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাড়ি’।

প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত এই মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মো. খাইরুল ইসলাম তুফান।

এতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, আফসানা মিমি, শহিদুল আলম সাচ্চু, বাপ্পা শান্তনু, রেজমীন সেতু, আকিব হোসেন ও মীম চৌধুরী প্রমুখ।

খোরশেদ আলমের চিত্রগ্রহণে ভিডিও সম্পাদনা প্রধান হিসেবে ছিলেন জীবন চৌধুরী। নির্মাতা জানান, ঈদের দিন রাত সাড়ে ১১টায় চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ‘শাড়ি’।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়