News Bangladesh

বিনোদন রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২২, ১১ এপ্রিল ২০২১
আপডেট: ০৮:২৩, ১১ এপ্রিল ২০২১

করোনায় মারা গেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক

করোনায় মারা গেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার ভোর ৬টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

মিতা হকের জামাতা অভিনেতা মোস্তাফিজ শাহীন বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, “মিতা হক সকাল সোয়া ৬টায় চলে গেলেন। সবাই ভালোবাসা আর প্রার্থনায় রাখবেন।”

মিতা হকের জন্ম ১৯৬২ সালে। তিনি বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

এছাড়া তিনি ছায়ানটের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান ছিলেন।

তিনি সুরতীর্থ নামে একটি সঙ্গীত প্রশিক্ষণ দল গঠন করেন যেখানে তিনি পরিচালক ও প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়