News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১০, ১৪ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২০

আমির খানের ৫০, জন্মদিনের পার্টিতে নেই শাহরুখ!

আমির খানের ৫০, জন্মদিনের পার্টিতে নেই শাহরুখ!

আজ শনিবার ৫০ বছর পূর্ণ হচ্ছে বলিউড তারকা আমির খানের। ১৯৬৫ সালের এদিনে তিনি মুম্বাইতে জন্মগ্রহণ করেন। বলিউডে পথযাত্রায় তিনি মেধা ও পরিশ্রম দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। আর তাই তাকে বলিউডের সর্বকালের ভার্সেটাইল অভিনেতাদের একজন হিসেবে ধরা হয়।

আমিরকে আসলে ২০০০ সালের পর থেকেই দর্শক পেয়েছে ভিন্ন ভিন্ন চরিত্রে। এসব চরিত্রের ভেতর দিয়েই আমির খান জায়গা করে নিয়েছেন দর্শকদের বুকে। এখন তাই আমির মানেই দর্শকপ্রিয়তা, আমির মানেই বক্স অফিসে গরম হাওয়া।

আমির অভিনীত সর্বশেষ ছবি পিকে বলিউডের ব্যবসা সফলতার সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চিরযুবা আমিরের ৫০ বছর তার শরীরে কিংবা মনে কোনো ছাপ রাখতে পারেনি। জীবনের অর্ধবছর পেরিয়ে আসা এ অভিনেতাকে তাই অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেক বলিউড সপারস্টার ৫০ বছর বয়সের ক্লাবে স্বাগতম জানিয়েছেন।

ভক্ত-অনুরাগী-দর্শকদের শুভেচ্ছা এখন তাকে ঘিরে। তবে এসবে তেমন কোনো আগ্রহ নেই আমির খানের। বয়সের ৫০ বছর পূর্তি নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। যা যা পরিকল্পনা সব করেছেন তার স্ত্রী কিরণ রাও।

জানা গেছে, আজ সন্ধ্যায় কিরণ জমকালো এক পার্টির আয়োজন করেছেন। এতে উপস্থিত থাকবেন নামিদামি বলিউড তারকা, রাজনীতিবিদ ও খেলোয়াড় থেকে শুরু করে নানা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। তবে এ পার্টিতে শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হয়নি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আমন্ত্রিতদের তালিকার ব্যাপারে জানা নেই আমিরের। এ তালিকা করেছেন কিরণ। আজকের এই আনন্দঘন দিনে কোনো কাজ রাখেননি আমির। সারাদিন তিনি বাড়িতেই থাকবেন। সন্ধ্যায় অংশ নেবেন পার্টিতে।

গণমাধ্যমকে আমির জানান, ঘটা করে তিনি কখনো তার জন্মদিন পালন করেন না। এবার কিরণই সব আয়োজন করেছে। ৫০ তো একটা সংখ্যামাত্র। তিনি এখনো ২২ বছরেই পা পা দেননি।

আমির জানান, নিজেকে তিনি খুব ভাগ্যবান মনে করেন। কেননা খুব কম মানুষই আছে যা স্বপ্ন দেখে তা করতে পারে। তিনি তার ইচ্ছা পূরণ করতে পেরেছেন।

শক্তিমান এ অভিনেতা আরো বলেন, তিনি, শাহরুখ ও সালমান খান বিশের পর বয়সকে থামিয়ে দিয়েছেন। তাদের জন্ম ১৯৬৫ সালে। দু’তিন বছর পর তারা ২৫ বছর পেরিয়ে যাবেন।

আমির আরো বলেন, তিনি সবসময় হৃদয় দিয়ে কাজ করেছেন। খুব কম মানুষই এ সুযোগ পায়। যেসব নির্মাতা ও লেখকদের সঙ্গে তিনি কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি। কেননা আমির মনে করেন, ওই মানুষগুলোর জন্যই তিনি এতদূর পৌঁছতে পেরেছেন।

তিনি জানান, কোনটা ঠিক, কোনটা ঠিক নয় তা শিখেছি ব্যর্থতা থেকে। সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম আর ভাগ্য, দুটোই সমানভাবে কাজ করে।

জানা গেছে, আমিরের পাঁচগানির বাড়িতে আয়োজিত সান্ধ্যপার্টিতে আমিরের স্কুলজীবনের বন্ধুরাও নাকি উপস্থিত থাকবে। এছাড়া আরো থাকবে সালমান খানের পরিবার, বচ্চন পরিবার, করণ জোহর পরিবারসহ বহু তারকা। সূত্র : ভারতীয় গণমাধ্যম

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়