শনিবার শুরু দ্বিতীয় আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব
ঢাকা: উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে রাজধানীতে শনিবার শুরু হচ্ছে ‘ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন দ্বিতীয় আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’। ১৭ মার্চ পর্যন্ত চলবে চারদিনব্যাপী এই উৎসব।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শনিবার বিকেল চারটায় শাহবাগ কেন্দ্রীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করবেন। বিশিষ্ট চলচ্চিত্র নায়িকা সারাহ বেগম কবরী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন।
এবারের উৎসবটি উৎসর্গ করা হবে বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াতকে।
সূত্র জানায়, দেশ-বিদেশের নানান স্বাদের নানান বৈচিত্র্যের সৃজনশীল চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র দর্শকদের বিশেষ করে নারীদের বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এবং বাংলাদেশের নারীদের চলচ্চিত্র নির্মাণে আগ্রহী করবে এ উৎসব। এবারও উৎসবের শ্লোগান ‘নারীর চোখে চলচ্চিত্র’।
এবারের উৎসবে ২৯টি দেশের নারী নির্মাতাদের তৈরি ৭০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ছবিগুলোর মধ্যে থাকবে পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও অ্যানিমেশন চলচ্চিত্র।
এ উৎসবে প্রদর্শিত ছবিগুলোর মধ্য থেকে দর্শক ভোটে পাঁচটি ছবিকে দেয়া হবে অডিয়েন্স অ্যাওয়ার্ড।
উৎসবটি অনুষ্ঠিত হবে শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগার (কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী) চত্বরে। শওকত ওসমান মিলনায়তন ও সেমিনার হলে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি এবারের উৎসব চলাকালে অনুষ্ঠিত হবে কর্মশালা ও সেমিনার। ১৫ ও ১৬ মার্চ নারীদের জন্য অনুষ্ঠিত হবে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। কর্মশালায় অংশ নিতে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। ১৭ মার্চ অনুষ্ঠিত হবে সেমিনার।
উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া উৎসবের ছবিগুলো ১৫ থেকে ১৭ মার্চ প্রতিদিন সকাল ১১টা, দুপুর দুইটা ও বিকেল পাঁচটায় প্রদর্শিত হবে। উৎসবের সকল প্রদর্শনী নারীরা বিনাটিকেটে উপভোগ করতে পারবেন।
উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে দেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সামিয়া জামান নির্মিত চলচ্চিত্র ‘আকাশ কত দূরে’।
উৎসব উপলক্ষে সুদৃশ্য স্মরণিকা, পোস্টার ও স্টিকার প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। নির্মিত হচ্ছে একটি লোগো ফিল্ম।
উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পসহ সমাজের সকল ক্ষেত্রে নারীর অধিকার সমুন্নত রাখতে উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ শুরু থেকেই কাজ করে যাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম