News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৫৫, ২৪ জুন ২০২০
আপডেট: ০৮:২৫, ৫ জুলাই ২০২০

আত্মহত্যা করেছেন হলিউডের বিখ্যাত প্রযোজক স্টিভ বিং

আত্মহত্যা করেছেন হলিউডের বিখ্যাত প্রযোজক স্টিভ বিং

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে বিতর্ক এখনও তুঙ্গে। আর এরইমধ্যে এবার হলিউডে ঘটল একইরকম ঘটনা। ২৭ তলা উঁচু ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ‘আত্মহত্যা’করেছেন হলিউডের জনপ্রিয় লেখক, প্রযোজক স্টিভ বিং।

স্থানীয় সংবাদমাধ্যাম লস এঞ্জেলস টাইমস ও টিএমজি জানিয়েছে, সোমবার ক্যালিফোর্নিয়া রাজ্যের কাল্ভার শহরে নিজের বিলাস বহুল অ্যাপার্টমেন্টের ২৭ তলা থেকে লাফ দেন স্টিভ বিং। দীর্ঘদিন হোম আইসোলেশনে থেকে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই ৫৫ বছর বয়সী প্রখ্যাত এই প্রযোজক।

সমাজের উন্নয়ন মূলক কাজে অগ্রণী ভূমিকা পালনকারী স্টিভ বিংয়ের আত্মহত্যার ঘটনায় হলিউডে শোকের ছায়া নেমেছে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন।

তিনি কেন এমনটা করলেন তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

স্টিভ বিংয়ের প্রযোজনায় ‘গেট কার্টার এভরি বার্থ’ ও ‘টম হ্যাংকসের ‘দ্য পোলার এক্সপ্রেস’ চলচ্চিত্র বক্স অফিস সাড়া ফেলে।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়