News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪০, ১৭ জুন ২০২০
আপডেট: ১৯:২২, ১৭ জুন ২০২০

করোনা আক্রান্ত তাপস-মুন্নী

করোনা আক্রান্ত তাপস-মুন্নী

করোনায় আক্রান্ত হয়েছেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৌশিক হোসেন তাপস।
চ্যানেলটির কনসালটেন্ট সৈয়দ নাবিল আশরাফ এ তথ্য নিশ্চিত করেছেন।
সকলের কাছে দোয়া চেয়ে তিনি জানান, প্রাথমিকভাবে মৃদু উপসর্গ দেখা দিলে গত ১৫ জুন রাজধানীর একটি ল্যাবে পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়। ১৬ জুন পরীক্ষার ফলাফলে তারা দুজনই করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
বর্তমানে তারা বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌশিক হোসেন তাপস লিখেছেন, “আমরা দুজনেই জীবনের শুরু থেকে ইতিবাচক ছিলাম। আমরা জীবনের সব অসুবিধাকে ইতিবাচক দৃষ্টিতে সমাধান করেছি। অন্যদের জন্যেও সবসময় ইতিবাচক ছিলাম। আমাদের যথাসাধ্য চেষ্টা ছিল মানুষের দিকে পজেটিভ দৃষ্টিতে তাকাবার। আর এখন আমরা আনুষ্ঠানিকভাবে করোনা পজিটিভ। আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তার পরিকল্পনাই সেরা পরিকল্পনা। তিনিই আমাদের রক্ষা করবেন।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়