অপু বিশ্বাসের অভিমান!
এক সময়ের ব্যস্ত নাযিকা অপু বিশ্বাস চলচ্চিত্রে এখন নিয়মিত নন। মাঝে বেশ কয়েকটি সিনেমার কথা শোনা গেলেও মাত্র একটি সিনেমা শেষ করেছেন তিনি। বাপ্পী চৌধুরীর বিপরীতে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি শেষে মুক্তির অপেক্ষায় ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবের কারণে আর মুক্তি পায়নি সেটি।
তবে সিনেমায় না থাকলেও বিভিন্ন কারণে আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি পোস্ট নিয়ে আবার আলোচনায় আসেন এই নায়িকা।
সামাজিক মাধ্যমেও ওই পোস্টে অপু বিশ্বাস লিখেছেন, “২০১৭ সালে সন্তানকে নিয়ে যখন বিপাকে পড়ি তখন বুকভরা আশা নিয়ে গিয়েছিলাম এক লিজেন্ডের কাছে। দুই ঘণ্টা বসিয়ে রেখে বললো উনি বাসায় নেই। কয়েক বছর পর এক সিনিয়র সাংবাদিকের মুখে শুনতে পারলাম লিজেন্ড হাসিমুখে বলেছে, ‘অপু বিশ্বাস তার সন্তানকে নিয়ে ও গাড়ি ভর্তি মিষ্টি নিয়ে এসেছিল আমার কাছে তার পরিবারের মুখে হাসি ফোটাতে, কিন্তু আমি তাকে ঢুকতে দিইনি’। এটাকেই কী লিজেন্ড বলে? শুভ হোক এই দিনটি আপনার জীবনে!”
তার স্ট্যাটাসকে কেন্দ্র করে চলছে সমালোচনা। মন্তব্য করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।
গীতিকার সংগীত শিল্পী তানভীর তারেক তার মন্তব্যে রিখেছেন, “আহা লিজেন্ড !! জিয়া, ইমনদের ইন্টারভিউটা দেখে তাই অবাক হয়েছিলাম .. তিনি নায়ককে চেনেন অথচ তার সাথে রেকর্ড ছবি করা নায়িকাকে চেনেন না !! সাদেক বাচ্চু ভাই তাকে - ও তাদেরকে নিয়ে সবচে দারুন কথাগুলো বলেছেন ...
তথাকথিত লেজেন্ডরা ইন্ডাস্ট্রির ময়লা কাদা ঘেটে মুক্ত নিয়ে দেশের বাইরে গিয়ে দামী কার্পেট বিছিয়ে থেকেছেন !! মাটি তারা দেশেও স্পর্শ করেননি বিদেশেও !! এরা পর্দায় যেমন বাস্তবে ঠিক বিপরীত !! আহা লিজেন্ড ..
আপনার সেদিনের অসহায়ত্ব আপনি ছাড়া কেউ হয়তো মাপতে পারবে না । ভালো থাকবেন ..”
নিউজবাংলাদেশ.কম/এফএ