News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৪, ১৩ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৩৬, ১৮ জানুয়ারি ২০২০

শিল্পকলায় স্বননের আবৃত্তি প্রযোজনা শনিবার

শিল্পকলায় স্বননের আবৃত্তি প্রযোজনা শনিবার

ঢাকা: আবৃত্তি সংগঠন স্বনন ঢাকা আয়োজন করতে যাচ্ছে নাজিম মাহমুদ সম্মাননা ২০১৩ এবং নাজিম মাহমুদ স্মৃতি প্রণোদনা ২০১৪ প্রদান ও আবৃত্তি প্রযোজনা ‘এ নয় অলৌকিক’। শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এ আয়োজন।

সাংগঠনিক আবৃত্তি চর্চার পুরোধা ব্যক্তিত্ব প্রয়াত নাজিম মাহমুদের স্মরণে স্বনন ঢাকা নাজিম মাহমুদ সম্মাননা ও নাজিম মাহমুদ স্মৃতি প্রণোদনা প্রদান করে আসছে। দলীয় আবৃত্তিতে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয় নাজিম মাহমুদ সম্মাননা, যা প্রতি দুই বছর পর একটি নির্বাচিত প্রতিষ্ঠিত আবৃত্তি সংগঠন পেয়ে থাকে। এছাড়া প্রতি দুই বছর পর প্রতিশ্রুতিশীল অপেক্ষাকৃত নতুন আবৃত্তি সংগঠনকে নাজিম মাহমুদ স্মৃতি প্রণোদনা প্রদান করা হয়। নাজিম মাহমুদ সম্মাননা ২০১৩ প্রদান করা হয় ঢাকার আবৃত্তি সংগঠন স্বরশ্রুতিকে এবং নাজিম মাহমুদ স্মৃতি প্রণোদনা ২০১৪ প্রদান করা হয় চট্টগ্রামের আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাসকে।

এবারের আবৃত্তি প্রযোজনায় অংশ নিচ্ছেন আবৃত্তি শিল্পী কামাল চৌধুরী, শুভ্রা দাশ, নূরুননবী শান্ত, অনন্যা লাবনী পুতুল এবং মাসকুর-এ-কল্লোল। ‘এ নয় অলৌকিক’-এর পান্ডুলিপি বিন্যাস করেছেন ফুয়াদ খান, আবহ সংগীত পরিচালনা করেছেন এস এম রেহান ইউসুফ উদাস এবং নির্দেশনা দিয়েছেন নূরুননবী শান্ত।    

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ এবং আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়