সুশান্ত সিং রাজপুত
হত্যা নাকি আত্মহত্যা
সিবিআই তদন্তের দাবি পরিবারের
বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুতে বাকরুদ্ধ গোটা ভারত। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের পোস্টে ছেয়ে গেছে শোকে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করা হলেও, সুশান্তের মামা আর সি সিং এর দাবি অভিনেতাকে খুন করা হয়েছে।
রবিবার বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ। বাড়ি থেকে আরও উদ্ধার হয়েছে অ্যান্টি ডিপ্রেশন ওষুধ, মিলেছে প্রেসক্রিপশন। তবে, মেলেনি কোনও সুইসাইড নোট।
মুম্বই পুলিশের প্রাথমিক তদন্তে এই মৃত্যু আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। সেই আত্মহত্যার তত্ত্বই আপাতত সত্য বলে ধরে নিয়েছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় শুধুই অভিনেতা ও তাঁর 'আত্মহত্যা' নিয়েই আলোচনা। তবে, এমন মুহূর্তে অভিনেতার পরিবার কিন্তু চমকে দিয়ে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।
রবিবার সকালে সুশান্তের বাড়ির পরিচারকের ফোন পায় মুম্বই পুলিশ। বাড়িতে এসে অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করেন তারা। ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করে অভিনেতার বাড়ি থেকে। হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে সুশান্তের দেহের।
এরই মধ্যে সুশান্তের মামা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তার দাবি, 'এটা হত্যা।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন তিনি।
অভিনেতার মামা আরসি সিং সংবাদমাধ্যমে বলেন, সুশান্ত খুবই সাহসী ছেলে। ও কখনই আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করা হয়েছে।
আরসি সিং বলেন, 'এটা মার্ডার কেস। বিহারের যুব সম্প্রদায় ও রাজপুত মহাসভা এই ঘটনার সিবিআই তদন্ত চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করছি, এই মৃত্যুর তদন্ত সিবিআইকে দেওয়া হোক।'
তিনি আরো উল্লেখ করেন, কয়েকদিন আগেই তার প্রাক্তন ম্যানেজার দিশা সাইলানের মৃত্যু হয়। তাকেও খুন করা হয়েছে বলে দাবি করেন সুশান্তের এই আত্মীয়।
ভারতের স্থানীয সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার আগে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি। অর্থাত্ তার বন্ধুরা ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন। সকালে তার পরিচারিকা দরজা না খুলতে পারায় ভাঙার চেষ্টা করেন। ভাঙতে না পারলে একজন মেকানিক ডেকে আনা হয়। এরপরই দরজা খুলে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।
টেলিভিশন শো দিয়ে অভিনয় শুরু সুশান্তের। তার জনপ্রিয় সিরিয়াল ছিল 'পবিত্র রিশতা।' অঙ্কিতা লোখান্ডের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। রীতিমত ঘরে ঘরে চলত সেই ধারাবাহিক। একাধিক বলিউডের ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সবচেয়ে উল্লেখ্য ছবিগুলো হলো এম এস ধোনি, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, কেদারনাথ। শেষ তাকে দেখা গিয়েছিল ছিছোরে ছবিতে।
সূত্র: ইন্ডিয়া টাইমস
নিউজবাংলাদেশ.কম/এএস