News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৭, ৮ জুন ২০২০
আপডেট: ০৪:১৮, ১১ জুন ২০২০

সোমবার শিল্পা শেঠীর জন্মদিন

সোমবার শিল্পা শেঠীর জন্মদিন

ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল শিল্পা শেঠীর জন্মদিন দিন সোমবার। ১৯৭৫ সালের এই দিনে তিনি জন্ম গ্রহণ করেন। ২০০৯ সালে বিয়ে করেন শিল্পপতি রাজ কুন্দরকে।

১৯৯৩ সালের শাহরুখ খানের বিপরীতে বাজিগর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেকের পর থেকে প্রায় ৪০টি বলিউড, তামিল, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। শিল্পা প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ১৯৯৪ সালের আগ ছবিতে।

এছাড়াও তিনি ধাড়কান (২০০০) এবং রিস্তে (২০০২) চলচ্চিত্রে অসাধারণ অভিনয় নৌপুন্য প্রদর্শন করেন। ১৯৯৯ সালে পরদেশি বাবু সিনেমার জন্য সেরা পার্শ অভিনেত্রী হিসেবে ‘বলিউড মুভি অ্যাওয়ার্ড’ পান। লাইফ ইন এ মেট্রো সিনেমায় অভিনয়ের জন্য জি সিনে পুরস্কার লাভ করেন।

২০০৪ সালের ফির মিলিঙ্গে চলচ্চিত্রে একজন এইডস রোগী হিসেবে অভিনয় করে প্রশংসা অর্জন করেন।

শিল্পাকে সর্বশেষ দেখা গেছে ২০০৭ সালে, ‘আপনে’ ছবিতে। এরপর বিভিন্ন সিনেমার গানে তাকে দেখা গেলেও চলচ্চিত্রে নায়িকা হিসেবে দেখা যায় নি।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়