আমফানের আঘাতে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের পাশে শাহরুখ
শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ খান। সাইক্লোনে বিধ্বস্ত এসব অঞ্চলের মানুষদের বড় রকমের ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তবে এর পরিমাণ প্রকাশ করেননি তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, শাহরুখ খান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলার মানুষদের জন্য একটি শক্তিশালী ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন। সেই সঙ্গে কলকাতা শহরে ৫ হাজার বৃক্ষ রোপণের আকাঙ্ক্ষা জানিয়েছেন।
খবরে বলা হয়, শাহরুখ পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুরে টিম গঠন করে দিয়েছেন। যারা ঘূর্ণিঝড় দুর্গত মানুষদের কাছে দিয়ে বিভিন্ন সহায়তা পৌঁছে দেবেন।
শাহরুখের টিমের সদস্যরা সবাইকে সামাজিক দূরত্বের বিষয়ে জানাবে এবং একটি মেসেজে দেবে যে, আমরা এই পরীক্ষার সময় শক্তভাবে অবস্থান করবো, যতদিন পর্যন্ত আবারও এক সঙ্গে হাসতে না পারবো।
নিউজবাংলাদেশ.কম/কেএইচ