News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩৩, ২৬ মে ২০২০
আপডেট: ০৯:৫৩, ২৬ মে ২০২০

এবার যমজ-১৩ তে মোশাররফ করিমের সঙ্গে সুজিত

এবার যমজ-১৩ তে মোশাররফ করিমের সঙ্গে সুজিত

ঈদের নাটক যমজ-১৩ তে অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে বিশেষ চরিত্রে সুজিত বিশ্বাস।

নাটক পরিচালনার পাশাপাশি বর্তমানে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন সুজিত বিশ্বাস। দর্শকপ্রিয় ‘যমজ’ নাটকে তিনটি বিশেষ চরিত্রসহ এবারই প্রথম চারটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আর তারই সহঅভিনেতা হিসেবে দেখা যাবে সুজিত বিশ্বাসকে।
একটি শুটিং ইউনিটের ঘটে যাওয়া নানান ঝামেলা নিয়ে গড়ে উঠেছে এবারের নাটক যমজ-১৩ এর মূল গল্প। যমজ নাটকের বৃদ্ধ কদু আজাদের যমজ দুই ছেলে যথাক্রমে এক্কা এবং নেক্কা দেখতে অভিনেতা মোশাররফ করিমের মতো দেখতে। এ কারণে পরিচালক রবি খন্দকার গোপনে ঢাকায় নিয়ে আসে। এক্কাকে মোশাররফ করিম সাজিয়ে নাটক নির্মাণ করতে চান। রবি খন্দকার তার বাসাতে একটি নাটকে অভিনয়ের জন্য প্রস্তুত করতে থাকে এক্কাকে।
এদিকে এক্কার উচ্চারণসহ অভিনয় শেখানোর দায়িত্ব পরে সহকারী পরিচালক সুজিত বিশ্বাসের ওপর। মোশাররফ রূপী এক্কা কোনোভাবেই নাটকের একটি সংলাপ ঠিকমতো বলতে পারে না। সহকারী সুজিতকে নানা ভাবে ঝামেলায় ফেলে এক্কা। মোশাররফ করিমের কথা বলে বাকি শিল্পীদের নাটকে নেওয়া হয়। শুরু হয় নাটকের শুটিং। এক্কা শুটিংয়ে একা কোনো সংলাপ ঠিকমতো বলতে পারে না। দেখা দেয় নানান ঝামেলা।
এমনি নানান হাস্যকর সব ঘটনার নিয়ে নির্মিত হয়েছে এবারের যমজ-১৩। এবারের পর্বে অভিনয় করেছেন মোশাররফ করিম, শবনম ফারিয়া, কচি খন্দকার এবং সহকারী পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন সুজিত বিশ্বাস।
নাটকটি রচনা এবং পরিচালনা করেছেন আজাদ কালাম। নাটকটি ঈদের তৃতীয় দিন বুধবার আরটিভিতে রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে।
যমজ নাটক ছাড়াও ঈদের বেশকিছু নাটকে অভিনয় করেছেন সুজিত বিশ্বাস। বাংলাভিশনে প্রচারিত হবে বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার ‘মিরাজ তুই মরিসনে ক্যা’ মহসিন আকাশের ‘ঈদ নিয়ে লড়াই’। এছাড়া বেশ কিছু ইউটিউব চ্যানেলে দেখা যাবে সুজিত বিশ্বাসের অভিনীত নাটক।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়