অনলাইনে মুক্তি পাচ্ছে বিদ্যা বালানের শকুন্তলা
করোনা কারণে সকল প্রেক্ষাগৃহ বন্ধ থাকলেও আপাতত তার তোয়াক্কা না করে অনলাইনে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার সিনেমা ‘গুলাবো সিতাবো’ মুক্তি দিচ্ছেন নির্মাতা সুজিত সরকার।
১২ জুন সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে।
এই সিনেমাটির পর এবার বিদ্যা বালান অভিনীত শকুন্তলা দেবীও অনলাইন প্ল্যাটফর্মে মুক্তির ঘোষণা দিয়েছেন সিনেমাটির নির্মাতা। তবে এখনো মুক্তির দিনক্ষণ জানানো হয়নি।
অবিশ্বাস্যরকম দ্রুত গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষমতার অধিকারী ছিলেন শকুন্তলা (১৯২৯ – ২০১৩)। ১৮ বছর বয়সী ছাত্রদের উপযোগী গাণিতিক সমস্যা দ্রুত সমাধান করে তিনি নিজের মেধার জানান দেন মাত্র ৫ বছর বয়সে। তিনি কম্পিউটারের চেয়েও দ্রুত গাণিতিক সমস্যার সমাধান করতে পারতেন।
অনুজ মেনন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন বিক্রম মালহোত্রা এবং সনি পিকচার্স নেটওয়ার্ক প্রোডাকশন্স। এতে মানব কম্পিউটার শকুন্তলা দেবীর ভূমিকায় রয়েছেন বিদ্যা বালান। তার স্বামী পরিতোষ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত এবং শকুন্তলা দেবীর মেয়ের ভূমিকায় দেখা যাবে ‘দঙ্গল’ খ্যাত সানায়া মালহোত্রাকে।।
নিউজবাংলাদেশ.কম/এনডি