News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৬, ৯ মে ২০২০
আপডেট: ০৪:২৬, ১৮ মে ২০২০

ঈদে অপূর্ব-তিশার ‘আপনার ছেলে কী করে?’

ঈদে অপূর্ব-তিশার ‘আপনার ছেলে কী করে?’

বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় দুই নাট্য তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। দুজনে অনেক আগেই তাদের মেধা ও বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে নাট্য জগতে স্থায়ী আসন গেড়ে বসেছেন। জুটি বেঁধে বেশ কয়েকটি নাটকে তারা কাজও করেছেন। সেগুলোর প্রতিটিই পেয়েছে দর্শকপ্রিয়তা।

এই জুটিকে নিয়ে ছোটপর্দার দর্শকদের প্রত্যাশা অনেক। সেসব দর্শকদের আরও একবার মুগ্ধ করতে ‘আপনার ছেলে কী করে’ নামে নতুন একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন অপূর্ব-তিশা জুটি। স্বরূপ চন্দ্র দে রচিত নাটকটি পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার।

পরিবার, প্রেম ও সমাজ বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে। এর কাহিনিতে দেখা যাবে, আব্দুল জলিল মিয়া একজন সরকারি কর্মচারী। তার স্বপ্ন, ছেলে সরকারি চাকরি করবে। কারণ তার এই ছা-পোষা চাকরিতে সবাইকে স্যার বলে ডাকতে হয়। ছেলে সরকারি চাকরি করলে তাকেও সবাই স্যার বলে ডাকবে। কিন্তু তার ছেলে আদনান পাঁচ বছর আগে অনার্স-মাস্টার্স শেষ করে এখনো বেকার। রাস্তাঘাটে যখন কেউ জিজ্ঞেস করে,‘আপনার ছেলে কী করে’, তখন লজ্জায়, যন্ত্রণায় জলিল মিয়ার মন বিষিয়ে ওঠে।

পরিচালক সঞ্জয় সমদ্দার গণমাধ্যমকে বলেন, ‘আপনার ছেলে কী করে?- এমন প্রশ্ন একজন বাবার কাছে কখনো আতঙ্কের, আবার কখনো আনন্দের। সন্তানের আর্থসামাজিক অবস্থার উপরে বাবার অনুভূতি নির্ভর করে। পরিবার, প্রেম ও সমাজ বাস্তবতার গল্প এটি। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’

অপূর্ব-তিশা ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, সাবেরি আলম, নরেশ ভুঁইয়া, স্বর্নলতা, বৈদ্যনাথ সাহা প্রমূখ। আসছে ঈদুল ফিতরে নাটকটি বেসরকারি চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়