News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:০৩, ২৮ এপ্রিল ২০২০
আপডেট: ০৪:২২, ৪ মে ২০২০

নিজের প্রথম অ্যালবাম নিলামে তুললেন তাহসান

নিজের প্রথম অ্যালবাম নিলামে তুললেন তাহসান

করোনার কারণে ক্ষতিগ্রস্ত অসহায়-দুস্থদের সহায়তায় নিজের প্রথম একক অ্যালবাম ‘কথোপকথন’ নিলামে তুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান।

অ্যালবামটির মূল মাস্টার ডেট কপি ছাড়াও নিলামে থাকছে ১৬ বছর ধরে যত্নে রাখা সবচেয়ে বেশি জনপ্রিয় ‘ঈর্ষা’ গানটির হাতে লেখা লিরিক। নিলামজয়ীকে বাসায় পিয়ানো বাজিয়ে শোনাবেন তাহসান।

আর এ সবই করবেন করোনায় কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়া মানুষের মুখে খাবার তুলে দিতে।

নিলামের বিষয়টি তাহসান নিজেই নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, ২৬ এপ্রিলের মধ্যরাত থেকে ২৭ এপ্রিল রাত ১১টা পর্যন্ত চলবে নিলাম। যে কেউ অংশ নিতে পারবেন এতে। নিলামের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকা। ‘অকশন ফর অ্যাকশন’ ফেসবুক পেজ থেকে এই নিলাম চলবে। নিলাম শেষে রাত ১১টায় পেজটিতে লাইভে আসবেন তিনি।

সংগীতশিল্পী তাহসান খান ২০০৪ সালে প্রকাশ করেন তার প্রথম একক অ্যালবাম ‘কথোপকথন’। এর মাধ্যমেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি। অ্যালবামের ‘ঈর্ষা’ গানটি এখনও দারুণ জনপ্রিয়।

নিউজবাংলাদেশ.কম/কেএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়