করোনায় আক্রান্ত অস্কারজয়ী শন পেন
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা শন পেন। করোনা আক্রান্ত ৫৯ বছর বয়সী অভিনেতাকে এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
নিজের এনজিও কোর-এর বিনামূল্যে করোনা পরীক্ষায় অংশ নিয়েছিলেন এই অভিনেতা। সেখানেই তার সোয়াব রিপোর্টে কোভিড-১৯ ভাইরাসের নমুনা মিলেছে। এর পরই হাসপাতালে ভর্তি হন অভিনেতা। তবে এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
অ্যাকাডেমি (অস্কার) ও গোল্ডেন গ্লোব পুরস্কার প্রাপ্ত অভিনেতা শন পেন ‘ইনটু দ্য ওয়াইল্ড’, ‘মিসটিক রিভার’, ‘আই অ্যাম স্যাম’, ‘গানম্যান’-এর মতো বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।
নিউজবাংলাদেশ.কম/কেএইচ