১ লাখ মানুষের খাবারের দায়িত্ব নিলেন শাহরুখের স্ত্রী গৌরী
করোনা মোকাবিলায় বিপুল সাহায্য দান করেছেন বলিউড বাদশা। তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর জরুরি তহবিলে অনুদান দিয়েছেন শাহরুখ খানের ভক্তরাও।
এবার প্রায় ১ লাখ অসহায় মানুষের খাবারের দায়িত্ব নিয়েছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। নিজের ইনস্টাগ্রামে সেই হিসাব দিয়েছেন গৌরী নিজেই।
পিম্পড়ি, করমালা চউল, গোরেগাঁও, হনুমান নগর, ভিমনগর, সান্তাক্রুজ, ইন্দিরানর, গোভান্দি-সহ একাধিক এলাকার অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দেবেন বলে জানান শাহরুখের স্ত্রী।
ভারতের মানুষের কাছে শাহরুখ খান এক ভালোবাসার নাম। নিজের চারতলা অফিস ও বাড়ি করোনা সন্দেহদের রাখার জন্য কোয়ারেন্টাইন সেন্টার হিসেবেও ব্যবহার করতে দিয়েছেন শাহরুখ। পাশাপাশি চিকিতসক এবং চিকিতসা কর্মীদের পাশে দাঁড়াতে বিএমসিকে ২৫ হাজার পিপিই-সহ কিটও দান করেছেন শাহরুখ।
করোনা সংক্রমণে গোটা বিশ্ব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সাধারণ মানুষকে বাঁচাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখের পরিবার।
নিউজবাংলাদেশ.কম/এনডি