করোনার সময়ও, শুটিং করছেন সোনাক্ষি!
পরিচালকের উপর ভয়ঙ্কর চটেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কারণ, করোনা আতঙ্কে সবাই যখন ঘরে বন্দী হয়ে দিন কাটাচ্ছেব তখন এক পরিচালক তার বিরুদ্ধে শুটিংয়ের অভিযোগ আনলেন।
জানা গেল, পরিচালক বিবেক অগ্নিহোত্রি দাবি করেছেন সোনাক্ষি লকডাউন না মেনে শুটিং করছেন। সেই শুটিংয়ের একটি ছবিও পোস্ট করেছেন তিনি৷
এতেই খুব রেগে গিয়েছেন নায়িকা৷ বাবা শত্রুঘ্ন সিনহার স্টাইলে তিনি প্রায় বলেছেন খামোশ। বিবেকের ছবিটি তিনি রিপোস্ট করেছেন এবং মুম্বাই পুলিশকে তাতে ট্যাগও করেছেন৷
তিনি পুলিশের কাছে আবেদন জানিয়েছেন যে এমন গুজব বা ফেক নিউজ যিনি ছড়াচ্ছেন তার যেন সাস্তি মেলে৷ কারণ এই দুঃসময় এমন ধরণের খবরে অনেক সমস্যা তৈরি হতে পারে৷
যেহেতু সোনাক্ষির দিকে অভিযোগ তাই তিনি নিজেও সমস্যায় পড়তে পারেন৷ কারণ দেশজুড়ে লকডাউন৷ কাজ বন্ধ হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির৷ বাড়ির বাইরে না আসতে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে৷
আর এমন সময় তার সম্মান নষ্ট করতে শুটিংয়ের গল্প ফাঁদা হয়েছে! এমন অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করলেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি