শিশুদের তথ্য ও কারিগরি জ্ঞান দেয়ার আহবান
সাভার: কুয়েতের আর্থিক সহায়তা কাজে লাগিয়ে জ্ঞানভিত্তিক রাষ্ট্র গড়তে কোমলমতি শিশুদের এখন থেকেই তথ্য ও কারিগরি জ্ঞানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের প্রতি আহবান জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
শনিবার দুপুরে আশুলিয়ায় আন্তর্জাতিক মাতৃভায়া দিবস ও কুয়েতের ৫৪-তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সোসাইটি ফর সোশ্যাল টেকনোলজি সাপোর্ট (এসএসটিএস) নামের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপিসহ ২০দলের উদ্দেশে মন্ত্রী বলেন, “হরতাল ও অবরোধের ৬০ দিনেও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের পরীক্ষা ও ভবিষ্যতের কথা চিন্তা করে অবরোধ ও হরতাল প্রত্যাহার করুন।”
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কুয়েতি রাষ্ট্রদূত সাইয়েদ নাসের আল ওনায়জি, এসএসটিএস মহাপরিচালক ড. সায়্যিদ সাবরী রজব আলীসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এর আগে মন্ত্রী কারিগরি ইন্সটিটিউট অব টেকনোলজির নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম