News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৯, ৪ মার্চ ২০১৫
আপডেট: ০০:৪০, ৩০ জানুয়ারি ২০২০

স্কুলছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালো পুলিশ

স্কুলছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালো পুলিশ

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তানভীর হোসেন (১৭) নামে নবম শ্রেণির এক  স্কুলছাত্রকে রাইফেলের বাট দিয়ে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।


বুধবার বিকাল ৪টার দিকে হরিণাকুন্ডুতে উপজেলার জোড়াদহ স্কুল মাঠে এ ঘটনা ঘটে।


আহত তানভীর কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। সে হরিণাকুন্ডু উপজেলার

জোড়াদহ হাই  স্কুলের নবম শ্রেণির ছাত্র।

ঘঠনা সম্পর্কে তানভীর হোসেন জানায়, ‘‘আজ বুধবার বিকেলে আমাদের  স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিলো। এ সময় আমি পুলিশের পাশেই বসে ছিলাম। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই পুলিশ আমাকে আমার সহপাঠী ও স্কুল শিক্ষকদের সামনেই রাইফেলের বাট দিয়ে  মারতে শুরু করে।

 

পুলিশ, পরে তাকে জোড়াদহ পুলিশ ক্যাম্পে ধরে নিয়ে যায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ’’স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় জোড়াদহ পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক তরুন কুমারের নেতৃত্বে একদল পুলিশ সেখানে দায়িত্ব পালন করেন।”

 

এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, ‘‘নবম শ্রেণির একজন ছাত্রকে এ ভাবে পেটানোর ঘটনাটি সত্যি দুঃখজনক।”

 

ঘটনাটি তদন্ত করে দায়ি পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়