গ্রামীণের সহায়তায় এনএসইউতে বুট ক্যাম্প
ঢাকা: গ্রামীণ ফোনের সহযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেসের (সিপিডিএস) উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে “ক্যারিয়ার বুট ক্যাম্প”।
দিনব্যাপী এই কর্মশালায় কার্যকরি সিভি লেখার বিভিন্ন পদ্ধতি, ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন টীকাসহ কর্মজীবন সম্পর্কিত বেশ কয়েকটি সেশন পরিচালনা করা হয়। গ্রামীণ ফোনের মানবসম্পদ এবং অন্যান্য কার্যক্রমের কর্মকর্তারা এসব সেশন পরিচালনা করেন। এনএসইউ এর বিভিন্ন বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন এনএসইউ ট্রাস্টের চেয়ারম্যান ও ফাউন্ডার লাইফ মেম্বার বেনজীর আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহন করেন গ্রামীণ ফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মোহম্মদ শাহেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এনএসইউ এর ভাইস চ্যান্সেলর ও সিইও প্রফেসর আমিন ইউ সরকার।
এসময় বক্তারা কর্পোরেট নেটওয়ার্কিং, পারস্পরিক সহযোগিতা বজায় রাখা সহ পেশাগত জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম