মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট হচ্ছে
ঢাকা: দেশের প্রতি উপজেলায় মাধ্যমিক স্তরের তিনটি করে শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে। কিশোর বয়স থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, পরমতসহিষ্ণুতা, নেতৃত্ব গুণ সৃষ্টি, বিদ্যালয়ের শিখন-শিখানো কার্যক্রমে শিক্ষকদেরকে সহযোগিতা করা, বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ উন্নত করার ক্ষেত্রে স্টুডেন্টস কেবিনেট ভূমিকা রাখবে।
সোমবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) সেমিনার কক্ষে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট গঠনের লক্ষ্যে এক জাতীয় কর্মশালায় বক্তারা এ বিষয়ে মতামত দেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “শিশু-কিশোরকাল থেকে পরমতসহিষ্ণুতা, নেতৃত্বগুণ, পরের জন্য কাজ করা, দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধ সৃষ্টিতে স্টুডেন্টস কেবিনেট কার্যকরী অবদান রাখবে। পর্যায়ক্রমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।”
মন্ত্রী আরো বলেন, “প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত পাঁচ বছরের অভিজ্ঞতাপ্রসূত ফল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।”
তিনি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বয়স, বৈশিষ্ট্য, গতিপ্রকৃতি বিবেচনায় রেখে কর্মপন্থা প্রণয়ন করার ওপর জোর দেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে কর্মশালায় শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, স্বপন কুমার সরকার, নায়েমের মহাপরিচালক প্রফেসর মো. হামিদুল হক প্রমুখ বক্তৃতা করেন।
কর্মশালায় মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়াধীন বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা, প্রকল্পের প্রধান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নয়টি অঞ্চলের উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।
কর্মশালায় একটি খসড়া ম্যানুয়েলের ওপর আলোচনা হয়। আলোচকরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি কেবিনেটে ছাত্রছাত্রীদের সরাসরি ভোটে নির্বাচিত সাত জন সদস্য থাকবে। ষষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাস থেকে একজন করে সদস্য এবং বাকি দুজন সর্বোচ্চ ভোটে যে কোনো ক্লাস থেকে নির্বাচিত হবে। এ কেবিনেটের মেয়াদ হবে এক বছর।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে এ ধরনের কেবিনেট গঠন কার্যক্রম চলছে। সর্বশেষ ২০১৪ সালে ৬১ হাজার ১৯১টি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচিত স্টুডেন্ট কেবিনেট গঠিত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/টিঅইএস/এফএ
নিউজবাংলাদেশ.কম