কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা: বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০১৪ এর ফল প্রকাশ করা হয়েছে। শনিবার রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত ফলপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
ফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেদী হাসান, জি এম জাহাঙ্গীর কবির রানা, আব্দুস সবুর, কাজী সাইফুল আকবর প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মোস্তফা বলেন, ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নব্বই দশক থেকে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিশু শিক্ষা উন্নয়নে কাজ করে আসছে।’
২০১৪ শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষায় সারাদেশে মোট ৩১,৪০১ জন ছাত্রছাত্রী অংশ নেয়। এর মধ্যে সম্মিলিত মেধা তালিকায় ৪৩ জন ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হল-মো. সেলিম মিয়া (রোল ১২২২, মনিষা ভবন নাটোর); লুবানিয়া ইসলাম এনা (রোল ১৫৩৩, বাড ইন্টা. স্কুল বনপাড়া); তাহাসিনা জেনিভাত ঐশি (রোল ১৫৪২, এসটিপি একাডেমি বনপাড়া); সুমাইয়া নদী নেহা (রোল ১০৪৭, সোনা মনি বিদ্যালয়, খুলনা); জাছিয়া রহমান (রোল ১২২৩, মনিষা ভবন, নাটোর); তুরিন আফরিন অহনা (রোল ১৫৩৭, বাড ইন্টা. স্কুল, বনপাড়া); কাজী তানভীর সাইমুন (রোল ১১৮২, নতুন কুড়ি আদর্শ বিদ্যালয়, নাটোর); মো. মহিউদ্দিন রাজ (রোল ১০৯৭, শাইনিং স্কুল, নাটোর); এস কে হাফসা (রোল ১০৪৯, সোনামনি বিদ্যালয়, খুলনা); সেঁজুতি কর্মকার (রোল ১৫৯৩, মাতৃছায়া বিদ্যালয়, বনপাড়া); মো. রহুল আমিন অয়ন (রোল ১৫৪৪, এস আর পাটোয়ারি কোয়ালিটি এডুকেয়ার, বনপাড়া); মাইশা ফাহমিদা (রোল ১৩৪৬, গ্লোবাল আইটি স্কুল, সিংড়া); সুমাইয়া জান্নাত (রোল ৩০১১, গ্রিন লিভ ইন্টা. স্কুল, খুলনা); রুকাইয়া আমির রুহি (রোল ৩১৭৮, মনিষা ভবন, নাটোর); প্রীতি খাতুন (রোল ৩৪৯৩, কলকাকলী কিন্ডারগার্টেন স্কুল, আত্রাই); নুসরাত জাহান বীথি (রোল ৩১২৯,সানফ্লাওয়ার স্কুল, নাটোর); ইসরাত জাহান তমা (রোল ৩২০৫, আলহেরা ইসলামী একাডেমী, সিংড়া); আরাবিয়া জিম (রোল ৩৬৫০, রেডিয়েন্ট ল্যাব. হাই স্কুল, ঢাকা উত্তর); রওনক জাহান রুকু (রোল ৩৪৯২, কলকাকলী কিন্ডারগার্টেন স্কুল, আত্রাই); মারিয়া আবেদীন বিন্দু (রোল ৩২৮৮, নিউ ঢাকা আইডিয়াল স্কুল, ঢাকা পশ্চিম); মো. নুর আমিন শরীফ (রোল ৩১১৩, সোনামনি বিদ্যালয়, খুলনা); খাদিজা খাতুন (রোল ৩৪১৫, আর এন কিন্ডারগার্টেন লক্ষিকুল বনপাড়া); নুর-ই মাহবুব (রোল ৪৭৪০, কলকাকলী কিন্ডারগার্টেন স্কুল, আত্রাই); জান্নাতুল ফেরদৌস (রোল ৪৮৪৫, রেডিয়েন্ট ল্যাব. হাই স্কুল, ঢাকা উত্তর); সিমিন জাহান অথী (রোল ৪৮৪৯, রেডিয়েন্ট ল্যাব. হাই স্কুল, ঢাকা উত্তর); শ্রাবর্তী আক্তার (রোল ৪৫৯৮, কে এম ল্যাব. স্কুল, ঢাকা পশ্চিম); ফরিদুল ইসলাম (রোল ৪৭৩৫, কলকাকলী কিন্ডারগার্টেন স্কুল, আত্রাই); জেরিনা আক্তার দোলা (রোল ৫৭০৪, কলকাকলী কিন্ডারগার্টেন স্কুল, আত্রাই); সাবিকুল ইসলাম (রোল ৫৬৯২, কলকাকলী কিন্ডারগার্টেন স্কুল, আত্রাই); সাজিদ মোস্তাফা সুপ্ত (রোল ৫৫১৮, রহিম ইকবাল কেজি স্কুল, সিংড়া); ফারহাদ তাফান্নুম (রোল ৫৫১৯, রহিম ইকবাল কেজি স্কুল, সিংড়া); তনুশ্রী তন্নী (রোল ৬৬৪৮, আর এন কিন্ডারগার্টেন, লক্ষিকুল বনপাড়া); ইমন (রোল ৬৫০৬, আভা শিশু শিক্ষালয়, খুলনা); ফারিহা মনি (রোল ৬৮৮০, কল্যাণপুর ল্যাব. হাই স্কুল, ঢাকা উত্তর); আয়েশা আক্তার (রোল ৭৬২৬, নতুন কুড়ি আদর্শ বিদ্যানিকেতন, ঢাকা উত্তর); আল হাসিব আল আমিন (রোল ৭৬২৭, আল আমিন আদর্শ বিদ্যানিকেতন, ঢাকা উত্তর); শওকত জামান আবিদ (রোল ৭৬৮৫, এন সাইক্লোপিডিয়া স্কুল, ঢাকা); মিম (রোল ৭৫৫৯, কলকাকলী কিন্ডারগার্টেন স্কুল, আত্রাই); মাহমুদা খান (রোল ৮৫৫০, কলকাকলী কিন্ডারগার্টেন স্কুল, আত্রাই); জান্নাতুল ফেরদাউস (রোল ৮৫৫১, কলকাকলী কিন্ডারগার্টেন স্কুল, আত্রাই); তানভীর হাসান হিমেল (রোল ৮৬০৪, এসএল কিন্ডারগার্টেন স্কুল, ঢাকা উত্তর); মায়িশা ফাহমিদা প্রিয়া (রোল ৯৫৬২, কলকাকলী কিন্ডারগার্টেন স্কুল, আত্রাই); সাবরিন জাহান শেলী (রোল ৯৫৬১, কলকাকলী কিন্ডারগার্টেন স্কুল, আত্রাই); প্রদীপ কুমার কবিরাজ (রোল ৯৫৪১, কলকাকলী কিন্ডারগার্টেন স্কুল, আত্রাই)।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম