News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১১, ২০ মার্চ ২০১৫
আপডেট: ০৪:০৫, ১১ ফেব্রুয়ারি ২০২০

জাবিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বইমেলা

জাবিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বইমেলা

আগামী শনিবার থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলা সংসদের উদ্যোগে তিন দিনব্যাপী বইমেলা।

সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন সংলগ্ন রবীন্দ্র-মহুয়ামঞ্চে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান।

এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান।

মেলার আহ্বায়ক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজাউল করিম তালুকদার জানান, “অমর একুশে বইমেলায় বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রকাশিত গ্রন্থ নিয়ে প্রকাশনা উৎসব ও তিন দিনব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়েছে।”

প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন সংলগ্ন রবীন্দ্র-মহুয়ামঞ্চে এ বইমেলা চলবে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়